শেষ আপডেট: 7th June 2022 09:39
দ্য ওয়াল ব্যুরো: রোদ্দুর রায়কে (Roddur Roy) গ্রেফতার করা হল। গোয়ায় ছিলেন তিনি। সেখান থেকেই তাঁর হাতে এদিন হাতকড়া পরিয়েছে পুলিশ।
রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশ্লীল ইঙ্গিত করেছেন তিনি। অশ্লীলভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে। এই অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। তারপর পদক্ষেপ করল পুলিশ। গোয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
রোদ্দুর রায় (Roddur Roy) একজন ভ্লগার। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তিনি ঠোঁটকাটা। অশ্লীল কথাবার্তাও বলেই থাকেন। তাঁকে যাঁরা ফলো করেন তাঁরা জানেন রোদ্দুর রায়ের মুখে কোনও লাগাম নেই। বিতর্কের সূত্রপাত কিছুদিন আগে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাঁর সাহিত্য সাধনার জন্য বাংলা আকাদেমি সম্মান লাভ করেছিলেন, তখন অনেকের মতো সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছিলেন রোদ্দুর রায়ও। কিন্তু তা করতে গিয়ে শালীনতার মাত্রা অতিক্রম করেন। নাম না করেই এমন কুরুচিকর ভাষায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন যে তার নিন্দা করেছিলেন অনেকেই।
এরপর রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন তৃণমূল কর্মীরা। তাতেও না দমে কুরুচিকর আক্রমণ চালিয়েই যাচ্ছিলেন রোদ্দুর রায়। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর নিশানায় চলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁকে উদ্দেশ্য করেও একইরকম মন্তব্য করেন তিনি। আবার এফআইআর হয়।
আরও পড়ুন: ‘বাজারে ভেজাল নোট ছেড়ে দিয়েছে’, নতুন আতঙ্কের কথা শোনালেন মমতা