শেষ আপডেট: 12th May 2022 11:48
দ্য ওয়াল ব্যুরো: বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘদিন ধরেই কবিতাচর্চা করেন তিনি। তাঁর সেই সাহিত্যচর্চার জন্যেই এই সম্মান দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু তারপর থেকেই কার্যত শোরগোল পড়ে গেছে নানা মহলে। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়া নিয়ে ঠাট্টা তামাশা করেছেন। ট্রোলিং চলছে সোশ্যাল মিডিয়াতেও। তেমন ট্রোলিংয়ে সামিল হয়ে এবার বিপাকে পড়লেন রোদ্দুর রায় (Roddur Roy)।
আরও পড়ুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 'গ্রাউন্ড জিরো' থেকে এক অনবদ্য ধারাভাষ্য
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ার পরেই নিজের ফেসবুক পেজে কবিতার সিরিজ লেখেন রোদ্দুর রায় (Roddur Roy)। সেসব কবিতার ভাষা অশ্লীল, আদ্যোপান্তজুড়েই মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে কটাক্ষ করা হয়েছে। তবে কোথাও মুখ্যমন্ত্রীর (TMC) নাম নেননি তিনি।
বৃহস্পতিবার পাটুলি এবং লালবাজার থানায় রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের দুই কর্মী অরিত্র সাহা এবং বিজয় বন্দ্যোপাধ্যায়।
অরিত্র সাহা পাটুলি থানায় অভিযোগ করেছেন। অভিযোগপত্রে লিখেছেন তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপমান করেছেন রোদ্দুর রায়। শুধু অপমানই নয়, ইচ্ছে করে অশালীন আপত্তিকর শব্দ তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবহার করেছেন। এটি সাইবার ক্রাইমের কেস। জনগণের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। রোদ্দুর রায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার অনুরোধ করেছেন অভিযোগকারী।
তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের ছাত্রপরিষদের সদস্য বিজয় বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ দায়ের করেছেন লালবাজারে। দুই অভিযোগপত্রেই রয়েছে রোদ্দুর রায়ের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং উক্ত পোস্টগুলির লিঙ্ক।