শেষ আপডেট: 14th February 2023 10:09
খেলনা বন্দুক নিয়ে ডাকাতির ছক! তাজ্জব পুলিশ, দুর্গাপুরে হইচই
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: খেলনা বন্দুক ( Toy Pistol ) নিয়ে ডাকাতির ছক! ঘটনায় তাজ্জব পুলিশও ( Police )।
সোমবার মাঝরাতে মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাল্যের মোড়ে দুজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। সেই সময় এলাকায় টহলরত পুলিশ তাদের দেখতে পান। দু'জনকেই আটক করে তল্লাশি চালাতেই তাজ্জব হয়ে যায় পুলিশ। উদ্ধার হয় একটি খেলনা পিস্তল।
মহিলাকে গণধর্ষণে অভিযুক্ত হতে পারে আর এক মহিলাও! কোন পরিপ্রেক্ষিতে এমন রায় দিল আদালত
জিজ্ঞাসাবাদে করতেই জানা যায়, ওই দুই দুষ্কৃতী এই খেলনা বন্দুক দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ডাকাতির ছক করেছিল। ধৃত দুজনের নাম রিয়াজ মণ্ডল ও মনোজ কাহার। দুজনের বাড়ি আঁকিপুর ও শীতুলিয়া গ্রামে।
পরে তল্লাশি চালিয়ে আরও একটি আসল ওয়ান শাটার ও গুলি উদ্ধার করে পুলিশ। দুই দুষ্কৃতীকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।