শেষ আপডেট: 26th September 2023 07:26
দ্য ওয়াল ব্যুরো: দোরগোড়ায় দুর্গাপূজা। এক মাসও বাকি নেই বাঙালির উৎসবের। আর এরই মাঝে মঙ্গলবার সাতসকালে ভোগান্তি মুর্শিদাবাদে (Murshidabad)। মাঝপথে হাইড্রেনের কাজ বন্ধ হওয়ার প্রতিবাদে এদিন অবরোধ করা হয় রাজ্য সড়ক (Road blocked by locals)। অফিস টাইমে নাজেহাল হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
বিগত তিনদিন ধরে ওই এলাকায় একটানা বৃষ্টির ফলে রাস্তার জল দোকানে ঢুকে পড়েছে। দোকানের জিনিসপত্র মেঝের ওপর রাখতে পারছে না ব্যবসায়ীরা। ব্যবসা করতে সমস্যা হচ্ছে অনেকের। এই সমস্যার জন্য দেবীপুর বাজার কমিটি জলঙ্গি বিডিও অফিস এবং দেবীপুর পঞ্চায়েত অফিসে একাধিকবার লিখিত অভিযোগ করেন। তাতেও কোন সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে এদিন রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ করেন দেবীপুর বাজার কমিটির লোক। গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টির জন্য দোকানের মধ্যে এক হাঁটু জল জমে গিয়েছে। এদিকে জল নামার রাস্তা নেই। অসম্পূর্ণ ড্রেনের কাজ সম্পূর্ণ করার দাবিতে চলছে পথ অবরোধ।
মঙ্গলবার সকাল থেকেই ধনিরামপুর-ডোমকল রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে বাস-লরি সহ অন্যান্য যানবাহন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। শেষে সংশ্লিষ্ট থানার ওসির উদ্যোগে সাময়িকভাবে সমস্যার সমাধান হয়। এদিন ওসি বাজার কমিটির এক সদস্যকে নিয়ে জলঙ্গির বিডিওর সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপরই তুলে দেওয়া হয় পথ অবরোধ।
বাঁশের চরাট ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল গাড়ি, আহত চালককে উদ্ধার করে পাঠানো হল হাসাপাতালে