শেষ আপডেট: 10th July 2022 11:40
গভীর রাতে পড়শির সৎকারে শ্মশানে গেলেন দুই তরুণ, ফেরা হল না ঘরে! মর্মান্তিক কাণ্ড সাঁইথিয়ায়
দ্য ওয়াল ব্যুরো: রাতের বেলায় মৃত্যু হয়েছিল প্রতিবেশী। বাড়ি থেকে বেরিয়ে এসে শ্মশানযাত্রী হয়েছিলেন পাড়ারই দুই যুবক। কে জানত, সেই যাত্রা তাঁদেরও শেষ যাত্রা হবে! বেঘোরে প্রাণ চলে যাবে (Road Accident) ওই রাতেই, বাড়ি ফেরা হবে না ১৮-২০ বছর বয়সি তরতাজা দুই যুবকের (2 youth died)!
জানা গেছে, গতকাল রাতে বীরভূমের (Birbhum) তিলপাড়ার সোনাইতলার বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়। এর পরে সিউড়ির সতীঘাটা শ্মশানে নিয়ে আসা হয় তাঁকে। সঙ্গে ছিলেন পড়শি দুই যুবক, আমন রাজ ও বাবন দলুই এবং তাঁদেরই আরও বন্ধবান্ধব।
আজ, রবিবার ভোররাতে শেষকৃত্য সম্পন্ন করে শ্মশান থেকে বেরিয়ে চা খেতে যান তাঁরা। প্রায় ১০ কিলোমিটার দূরে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন। সাঁইথিয়া থানার কুনুরী গ্রামের কাছে যাওয়ার সময় তাঁদের একটি মোটরবাইকের সঙ্গে একটি বড় গাড়ির সংঘর্ষ হয়। ওই বাইকেই ছিলেন আমন এবং বাবন।
দুর্ঘটনার পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবন দলুইয়ের। হাসপাতাল আনার পথে মৃত্যু হয় আমন রাজেরও। ঘটনায় শোকের ছায়া নেমেছে তিলপাড়ার সোনাইতলা এলাকায়।