শেষ আপডেট: 28th January 2023 08:17
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করে বউ নিয়ে ফেরার পথে নদীতে পড়ল গাড়ি (car fell into the river)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। হাসপাতালে চিকিৎসা চলছে সাত জনের। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে বর ও কনেকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার মংপং পুলিশ ফাঁড়ি এলাকায়। ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় সেতু থেকে রুংডুং নদীতে পড়ে যায় গাড়িটি। স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিয়ের পর ডুয়ার্সের (Dooars) বানারহাট এলাকা থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন শিলিগুড়ির বাসিন্দা রাজেশ এক্কা। সেই গাড়িতে ছিলেন আরও ১০ জন।
গাড়িটি মাল ব্লকের এলেনবাড়ি পার করে এগোনোর সময় সেতুর উপর একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে রুংডুং নদীতে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় মংপং ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজনের নাম তিলক মণ্ডল (৩৪)। মৃত্যু হয়েছে শুক্লা মণ্ডলেরও (৫৭)। পুলিশ এবং অ্যাম্বুলেন্স চালকদের তৎপরতায় নিহতদের দেহ ও আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া। পরে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয় আহতদের। শিলিগুড়ি পথেই মৃত হয় আরও একজনের। তাঁর নাম সাহিল শেখ(২৩)। সেই গাড়িটি চালাচ্ছিল বলে জানা গেছে। শনিবার সকালে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে মারা যান সুশান্ত জয়ধর (৩৮) নামে আরও একজন।
বর-কনে রাজেশ এক্কা ও পুনম ওঁড়াও দুজনেরই চিকিৎসা চলছে শিলিগুড়িতে। শনিবার মংপং ফাঁড়ির ওসি মঙ্গল সিং লো জানান, নদীতে জল ছিল না। জল থাকলে আরও বড় বিপদ ঘটত। শনিবার ক্রেন দিয়ে গাড়িটি তোলা হয়।
হাওড়ার কারখানায় বড় আগুন, শ্রমিকদের বার করা হচ্ছে দ্রুত! লড়ছে দমকলের তিনটি ইঞ্জিন