শেষ আপডেট: 26th June 2020 11:21
দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন জুলাই মাসের ২,৬ ও ৮ তারিখে যে তিনটি পরীক্ষা হওয়ার কথা ছিল তা বাতিল করা হচ্ছে। তাহলে এই তিনটি পরীক্ষা কী হবে? এ ব্যাপারে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরে কবে কী ভাবে পরীক্ষা নেওয়া যায় সেই সিদ্ধান্ত যথাসময়ে ঘোষণা করা হবে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন জুলাই মাসের যে তিন দিন পরীক্ষা নির্ধারিত ছিল তা হচ্ছে না। নবান্নে সর্বদলীয় বৈঠকের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছিলেন। একদিকে রাজ্যে লকডাউন চলবে গোটা জুলাই মাস। লকডাউনে অনেক কিছুতে ছাড় থাকলেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা বন্ধ বন্ধ থাকবে। সেই কারণে সর্বদলীয় বৈঠকেই প্রশ্ন ওঠে, লকডাউন চললে কী ভাবে পরীক্ষা নেওয়া সম্ভব! তা ছাড়া মুখ্যমন্ত্রী সেদিন জানিয়েছিলেন, সিবিএসসি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে রায় দেওয়া বাকি। গতকাল সেই রায়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষাতেও স্থগিতাদেশ দিয়েছে। মনে করা হচ্ছে, শীর্ষ আদালতের সেই রায় দেখেই রাজ্য সরকার আপাতত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল। এর আগে একাদশ শ্রেণির বাকি পরীক্ষা বাতিল করে দিয়েছে রাজ্য সরকার। সামনের বছর নতুন ক্লাসে ওঠার ক্ষেত্রে প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্ষেত্রেও সবাইকে পাশ করানো হবে বলে জানিয়েছিল নবান্ন। জট ছিল উচ্চমাধ্যমিক নিয়েই। তবে তা খুলেও গিয়েছিল। কিন্তু সিবিএসই মামলাকে শিখণ্ডি করে ফের অনিশ্চয়তা তৈরি হয়। অনেক অভিভাবক বলেন, এতে ছাত্রছাত্রীদের উপর মানসিক চাপ তৈরি হচ্ছে। সরকার স্পষ্ট করে বলুক পরীক্ষা হবে কি হবে না। বৃহস্পতিবার এ নিয়ে রাজ্য সরকারের 'খামখেয়ালি মনোভাব'কে দুষে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। অবশেষে এদিন সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী।