শেষ আপডেট: 10th June 2023 10:05
‘অভিষেককে ডেকে লাভ হবে না’, কালীঘাটের কাকু জবাব দিলেন অনেক প্রশ্নের
দ্য ওয়াল ব্যুরো: মুখে মাস্ক। পেতে আঁচড়ানো চুল। তিনি বেরিয়ে আসছেন জোকা ইএসআই হাসপাতালের করিডোর দিয়ে। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলেন, আজ তো আবার রাহুল বেরাকে ডেকেছে! গলা খেঁকিয়ে তিনি জবাব দিলেন, ‘তাতে আপনার কী?’
রুটিন শারীরিক পরীক্ষার জন্য শনিবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে জোকা ইএসআইতে নিয়ে গিয়েছিল ইডি। সেখান্থেকে বেরনোর সময়েই তিরিক্ষি মেজাজে কয়েকটি প্রশ্নের ছোট ছোট উত্তর দিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গেও আত্মবিশ্বাসী কালীঘাটের কাকু বেশ তেজের সঙ্গেই জানালেন, ‘ডেকে কোনও লাভ হবে না।’
গত বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিল ইডি। কিন্তু তারপরে নদিয়া থেকে অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, অপচয় করার মতো সময় তাঁর হাতে নেই। যা হবে ৮ জুলাই পঞ্চায়েত ভোটের পর দেখা যাবে।
কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মচারী ছিলেন। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘২০০৮ সাল থেকে আমি কাজ করছি। সব হিসাব আমি ইডিকে দিয়েছি। সব কাগজ দিয়েছি।’ সাংবাদিকরা তাঁকে এও প্রশ্ন করেন, আপনার অ্যাকাউন্টে নাকি দু’কোটি টাকার হদিশ পেয়েছে ইডি? জবাব দিতে গিয়ে মেজাজ বেশ চরা জায়গায় চলে যায় কাকুর। তিনি বলেন, ‘তাতে আপনার কী আর ইডির কী? আদানি, আম্বানিদের কত টাকা আছে?’
গতকাল একপ্রস্থ কালীঘাটের কাকুর মুখোমুখি বসিয়ে রাহুল বেরাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের এই সিভিক ভলান্টিয়ার রাহুল নাকি অনেক কিছু উগরে দিয়েছেন গোয়েন্দাদের সামনে। এদিন কালীঘাটের কাকুকে প্রশ্ন করা হয়, রাহুল তো অনেক কিছু বলে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। জবাবে তিনি বলেন, ‘যা ইচ্ছে বলুক।’
ইডি ইতিমধ্যেই আদালতে জানিয়েছে, এই রাহুল বেরাই কালীঘাটের কাকুর মোবাইল ফোন থেকে তথ্য মোছার কাজ করেছিলেন। কেন্দ্রীয় এজেন্সি আদালতে বলেছে, চাকরি প্রার্থীদের নামের তালিকা, টাকাপয়সার লেনদেন সংক্রান্ত যেসব নথি হোয়াটসঅ্যাপে চালাচালি হয়েছিল তা মুছে দেওয়া হয়েছে। সেই কাজটা করেছেন এই রাহুল বেরা। আগামী ১৪ জুন পর্যন্ত কালীঘাটের কাকুর ইডি হেফাজত। আবার তাঁকে সোমবার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
সুব্রত বলেছিলেন ‘বোমকল’, জমানা বদলালেও বদলাল না ডোমকল, অব্যাহত হিংসা