শেষ আপডেট: 29th September 2021 10:27
দ্য ওয়াল ব্যুরো: বইয়ের পাতায় পেলিক্যান প্রজাতি পাখির ছবি দেখেছে অনেকবার, কিন্তু নিজের চোখের সামনে সেই পাখিSpot-billed pelican) দেখে হতভম্ব হয়ে পড়েছিলেন এলাকার কিছু ছেলেমেয়ে। প্ৰথমে নিজের চোখকেও তাঁরা বিশ্বাস করতে পারেনি। বিশ্বাস করেননি বাংলার বুকে এমন পাখি দেখবে বলে। ক্যামেরাবন্দি করা পাখির ছবি নিয়ে পাখির আসল পরিচয় বার করে বিস্মিত হয়ে যান হুগলির খানাকুলের ওই ছেলেমেয়েরা।
লম্বা ঠোঁট দিয়ে জলের মধ্যে নিজের মনেই ঠুকরে ঠুকরে এগিয়ে যাচ্ছে স্পট বিলড পেলিক্যান। গত সপ্তাহতেই খানাকুলের কাছে রামনগর গ্রামের এক জলাশয়ের মধ্যে এই দৃশ্য দেখেছিলেন স্থানীয় এক যুবক। তাঁর ক্যামেরায় তোলা ছবি শোরগোল ফেলে দেয় পাখি প্রেমীদের মধ্যে। জানা যায়, প্রায় দেড়শ বছর পর বাংলায় দেখা মিলল স্পট বিলড পেলিক্যান পাখির।
এশিয়াটিক সোসাইটির তথ্য অনুযায়ী জানা যায়, ১৮৪২ সালে কলকাতার পাখি বাজারে এই স্পট বিলড পেলিক্যানের খোঁজ মিলেছিল। ব্রিটিশ পক্ষীবিদ এডওয়ার্ড ব্লাইথস তাঁর সংগ্রহের জন্য পাখিটি কিনে নেন। তবে এই প্রজাতির অন্য পাখির দেখা মিললেও স্পট বিলড পেলিক্যান আর গত ১৫০ বছরের ওপর বাংলায় দেখা যায়নি।
যদিও ষাটের দশকে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষকেরা কলকাতার এক জলাভূমিতে দূর থেকে একটি পেলিক্যানকে উড়ে যেতে দেখেছিলেন। তবে প্রাথমিকভাবে সেটিকে স্পট বিলড পেলিক্যান মনে করা হলেও সেই ব্যাপারে নিশ্চিত প্রমাণ মেলেনি।
প্যালিক্যান প্রজাতির তিন ধরণের পাখি দেখা যায়। গ্রেট হোয়াইট, ডালমেশিয়া ও স্পট বিল পেলিক্যান। তবে গ্রেট হোয়াইট-এর সন্ধান মিললেও বাংলায় স্পট বিল পেলিক্যানের সন্ধান মিলল দেড়শ বছর পার করে।
প্রসঙ্গত, পেলিক্যান হল একটি বিশাল উপকূলীয় জলজ পাখি, যা মূলত শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং ভারত জুড়ে বাস করে। স্পট বিলড পেলিক্যান বা ধূসর প্যালিক্যান প্রজাতিকে শুধুমাত্র উপদ্বীপীয় ভারতে প্রজনন করতে দেখা যায়। অন্ধ্রপ্রদেশে এই প্রজাতির দেখা বেশি মাত্রায় মেলে।
ছবি: সবুজ ধাড়া
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'