শেষ আপডেট: 1st September 2023 10:17
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: দুষ্কৃতীদের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে পরের পর ছুটে আসছে গুলি। আর তা উপেক্ষা করেই তাদের পিছু ধাওয়া করছেন সাদা পোশাকের এক পুলিশকর্মী (Ranaghat ASI)। দোতলা বাড়ির উপর থেকে তোলা বাস্তবের সেই দৃশ্য যেন পাল্লা দিচ্ছিল সেলুলয়েডের অ্যাকশন মুভির সঙ্গে। পরে দেখা গেল, সনাতনী বন্দুকের ভরসাতেই নিজের দিকে খেলা ঘুরিয়ে চালকের আসনে তিনি। পা লক্ষ্য করে ছোড়া তাঁর গুলিতে জখম হয়ে ততক্ষণে কব্জায় দুই ডাকাত। তারপর থেকেই রানাঘাট থানার এএসআই রতন রায় যেন বাস্তবের হিরো।
পুলিশের ভুঁড়ি আলোচনায় এসেছে বারবার। তাঁদের ওজন নিয়ন্ত্রণে রাখতে নানা দাওয়াইয়ের বিধানও দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে রতনবাবুর ডাকাতদের ধাওয়া করার দৃশ্য যেন ফিটনেস নিয়ে ওঠা সব দাবিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। রতনবাবুও মানসিক জোরকেই চলার পথে অন্যতম মূলধন বলেই মনে করছেন। বলছেন, “শরীরের ফিটনেস তো অবশ্যই দরকার, কিন্তু মনে জোর মানুষকে এগিয়ে দেয় আরও বেশি।” সংবর্ধনার উত্তরে আগামীদিনেও এভাবেই মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তিনি।
আরও পড়ুন: পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র উত্তপ্ত গাজল, পুলিশের লাঠিচার্জ