শেষ আপডেট: 20th June 2023 09:30
দ্য ওয়াল ব্যুরো: এক সময় রামকৃষ্ণ পরমহংসদেব রথযাত্রা দেখতে এসেছিলেন বেলঘরিয়ার মতিলাল সেনের ঠাকুরবাড়িতে। তারপর মাঝে বহুদিন জগন্নাথের রথে চাকা গড়ায়নি। পরে স্থানীয় এক বাসিন্দার সহযোগিতায় ফের রথযাত্রা আয়োজন করা হয়। তারপর থেকে আড়িয়াদহের রথযাত্রা বিখ্যাত হয়ে ওঠে। এখন সেখানে চলছে রথযাত্রার প্রস্তুতি।
এবছর দু'টনের উপর ফুলের সাজে সাজবেন জগন্নাথ। সোমবার ছিল জগন্নাথের নবযৌবন দর্শন। রীতিমতো ধুমধাম করেই মন্দিরে হয়ে গেল পুজো। রথতলা কমিটি জানিয়েছে, পুরীর জগন্নাথের যাত্রা মতোই প্রতিবছর এখানে জাঁকজমক করে রথযাত্রার আয়োজন করা হয়। বহু মানুষ এখানে ভিড় করে। ভোগের জন্য নানা পদও রান্না হয়।
জানা গিয়েছে, এবছর গন্ধমাধভ পাহাড় থেকে জগন্নাথ দেবের রথ তৈরি কাঠ আনা হয়েছে। ৩৩ ফুট উঁচু সেই রথ চড়েই রথতলা থেকে মাসির বাড়ি যাবে জগন্নাথ। সঙ্গে বলরাম ও সুভদ্রাও থাকবেন।
প্রাণের ঠাকুর মদনমোহনের রথযাত্রায় মেতে উঠল কোচবিহার, মন্দিরে ভক্তদের ঢল