শেষ আপডেট: 18th December 2019 07:53
দ্য ওয়াল ব্যুরো: টানা তিনদিন রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া ময়দান থেকে মিছিল আগে গত দু’দিনের মতো বক্তৃতা করলেন না তৃণমূলনেত্রী। তার বদলে মিছিল শুরু হল লোকগান দিয়ে। একাধিক বাউল এদিন হাজির ছিলেন মমতার মঞ্চে। তাঁদের সঙ্গে গলা মেলালেন রাজ্যের তথ্য-সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। গানের কথায় বলা হল, ‘আমরা সব্বাই নাগরিক, এনআরসি হবে না/ বিজেপি ওয়াপাস লো ওয়াপাস লো ক্যাব হবে না।” প্রথম দিন মিছিল শুরু করেছিলেন রেড রোডের বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে। গান্ধীমূর্তি হয়ে মিছিল শেষ হয়েছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। মঙ্গলবার মমতার মিছিল ছিল যাদবপুর এইটবি থেকে ভবানীপুর যদুবাবুর বাজার পর্যন্ত। এদিন হাওড়া ময়দান থেকে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। গত দু’দিনই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানিয়েছিলেন মমতা। এদিনও দেখার ডোরিনা ক্রসিং-এ মিছিল শেষ হওয়ার পর কী বলেন মুখ্যমন্ত্রী। আগামীকালও জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। তৃণমূল ছাত্র পরিষদের ডাকে রানি রাসমণি রোডের সমাবেশে বক্তৃতা করবেন তিনি। শুক্রবার পার্ক সার্কাস ময়দানে যুব তৃণমূল কংগ্রেসের সভায়তেও প্রধান বক্তা নেত্রীই।