শেষ আপডেট: 30th August 2023 15:00
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর ঘটনায় বর্তমানে তোলপাড় গোটা বাংলা। সিনিয়রদের কাছে জুনিয়রদের এই র্যাগ হওয়ার ঘটনা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নতুন নয়। এই অভিযোগ আগে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের (Shibpur Engineering College) বিরুদ্ধেও উঠেছে। তবে এবার সেই কলেজেই দেখা গেল একেবারে ভিন্ন ছবি। রাখিপূর্ণিমার দিন সেখানে প্রথম বর্ষের পড়ুয়াদের রাখি পরিয়ে কাছে টেনে নিলেন সিনিয়ররা। পালন করলেন রাখি বন্ধন (Rakhi bandhan) উৎসব।
২০০৬ সালে ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রের মৃত্যুর পর ধীরে ধীরে ক্যাম্পাসের আবহাওয়া বদলাতে থাকে। ছাত্র মৃত্যুর ঘটনার পরই ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা র্যাগিং বন্ধের উদ্যোগ নেন। ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানো ছাড়াও অ্যান্টি র্যাগিং কমিটিকে শক্তিশালী করা হয়। শিক্ষকরাও ছাত্রদের বোঝাতে শুরু করেন র্যাগিংয়ের কুফল নিয়ে। এরপর থেকেই ধীরে ধীরে ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষ এবং র্যাগিং কমে যায়।
এরমধ্যেই সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের জেরে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটে। এই পরিস্থিতিতেই প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াতে মঙ্গলবার রাখি বন্ধন উৎসব পালন করা হয়। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরাও এই উৎসবে সামিল হন। সিনিয়র ছাত্রছাত্রীরা জানিয়েছেন, প্রথম বর্ষের পড়ুয়াদের মনে ভয় থাকে। সেই ভয় দূর করার জন্যই তাঁরা এগিয়ে এসেছেন। রবীন্দ্রনাথের মূর্তির সামনে এবং জুনিয়রদের হোস্টেলে রাখি বন্ধন পালন করেন। একই সঙ্গে চলে মিষ্টি মুখ এবং কার্ড বিতরণও।
ছাত্র-ছাত্রীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সিনিয়র ছাত্র পলাশ মণ্ডল। একইসঙ্গে তিনি বলেন, সবার মন থেকে ভয় ভীতি দূর করাই মূল উদ্দেশ্য। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ডিন অব স্টুডেন্ট সুদীপ্ত মুখোপাধ্যায় জানান, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা চান সবার মেলবন্ধনে প্রতিষ্ঠানের আরও উন্নতি হোক। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যখন অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তখন এখানে ছাত্র-ছাত্রীদের মধ্যে ভয় কাটাতে সবাই উৎসবে সামিল হয়েছেন। আর জুনিয়ররাও এই উদ্যোগে খুশি।