শেষ আপডেট: 8th August 2022 16:25
দ্য ওয়াল ব্যুরো: সদ্য অবসর নেওয়া দিল্লির পুলিশ কমিশনার (Ex Delhi Police Commissioner) রাকেশ আস্থানাকে (Rakesh Asthana) বাংলার রাজ্যপাল (Governor of West Bengal) করে পাঠাতে পারেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। দিল্লির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এমনই জল্পনা চলছে। রাজ্য বিজেপি নেতাদের একাংশ দাবি করছেন, তাঁরাও আস্থানার নাম শুনেছেন তাই শুধু নয়, ঘরোয়া আলোচনায় অবসরপ্রাপ্ত ওই অফিসারের নাম তাঁরাও প্রস্তাব করেছেন।
গত ৩১ জুলাই অবসর নেন মোদী-শাহের বিশেষ আস্থাভাজন গুজরাত ক্যাডারের ওই অফিসার। এক বছর এক্সটেনশনে ছিলেন তিনি। দিল্লির পুলিশ কমিশনার হিসেবে অবসর নিলেও আস্থানা দীর্ঘদিন সিবিআইয়ের বিভিন্ন পদে ছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিরিক্ত ডিরেক্টর থাকার সময় ডিরেক্টরের সঙ্গে গোলমালের জেরে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়েছিল কেন্দ্রীয় সরকার।
তবে সিবিআইয়ের কাজের জন্যই আস্থানা সরকারি এবং পুলিশ মহলে বেশি পরিচিত। নয়ের দশকের মাঝামাঝি রাঁচিতে সিবিআইয়ের এসপি পদে থাকাকালে তাঁর তদন্তেই একের পর এক সামনে আসে পশুখাদ্য কেলেঙ্কালিতে তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের নাম। ওই মামলায় সিবিআইয়ের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা ছিলেন বাংলার অফিসার উপেন বিশ্বাস। তাঁর তত্ত্বাবধানে আস্থানার তৈরি চার্জশিটের ভিত্তিতেই লালুপ্রসাদের এ পর্যন্ত পাঁচবার জেল হয়েছে। টেলিফোনের টুজি কেলেঙ্কারির তদন্তও তাঁর কৃতিত্ব।
বাংলায় এখন সিবিআই একাধিক অনিয়মের ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে। তার মধ্যে কয়লা ও গরু পাচারের পাশাপাশি আছে শিক্ষক নিয়োগের মামলা। এছাড়া সারদা ও নারদ মামলা তো আছেই। এই পরিস্থিতিতে সিবিআইয়ের একজন অবসরপ্রাপ্ত অফিসারের রাজ্যের রাজ্যপাল হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়তি মাত্রা পাচ্ছে। আগে শোনা গিয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তর আব্বাস নকভি রাজ্যপাল হয়ে আসবেন। তাঁকে নিয়ে চর্চা থেমে যাওয়ার পর সামনে এল আস্থানার নাম।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাদের রাজ্যপাল পদে বসানো নতুন নয়। কংগ্রেস আমল থেকেই এটা চলে আসছে। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালে দিল্লির পুলিশ কমিশনার পদ থেকে অবসর নেওয়ার পরই আইপিএস অফিসার কেকে পল’কে মেঘালয়ের রাজ্যপাল করা হয়েছিল।
গত শতকের নয়ের দশকে বাংলায় রাজ্যপাল হয়ে এসেছিলেন টিভি রাজেশ্বর। তিনিও সিবিআইয়ের উঁচু পদে ছিলেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি-র অবসরপ্রাপ্ত ডিরেক্টর শ্যামল দত্ত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল।
দু’দিন আগেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের স্থায়ী রাজ্যপাল নিয়ে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে কিনা জানা যায়নি। অতীতের কংগ্রেস সরকারের মতো মোদী সরকারও রাজ্যপাল নিয়োগের আগে রাজ্য সরকারের মতামত নেয় না। আগের রাজ্যপাল ধনকড়কে রাজ্যপাল হিসাবে নিয়োগের পর মুখ্যমন্ত্রীকে ফোনে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে সংবাদমাধ্যম সূত্রে ধনকড়ের নাম জেনেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: অস্বাভাবিকতা পেলে রাজনীতি ছেড়ে দেব, চ্যালেঞ্জ ব্রাত্যর, গৌতম বললেন জবাব দেব কোর্টে