শেষ আপডেট: 16th July 2021 07:56
দ্য ওয়াল ব্যুরো: দীনেশ ত্রিবেদী পদত্যাগ করায় রাজ্যসভায় তাঁর আসনটি শূন্য হয়ে গিয়েছে। এবার সেই আসনে উপনির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ, শুক্রবার সকালে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ অগস্ট ওই শূন্য আসনে ভোট গ্রহণ হবে। তার মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হবে ২২ জুলাই থেকে। ভোট গ্রহণের পরেই শুরু হবে ভোট গণনার কাজ। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২২ জুলাই রাজ্যসভা উপনির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২৯ জুলাই পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২ অগস্ট। ৯ অগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে ভোটদান পর্ব। সে দিনই বিকেল ৫টার পর গণনা এবং ফল প্রকাশ। উপনির্বাচনে জয়ী প্রার্থী ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত সাংসদ পদে থাকবেন। যদিও রাজ্যসভার আর এক পদত্যাগী সাংসদ মানস ভুঁইয়ার সবংয়ের আসন এবং আরও সাত বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ নিয়ে কমিশন আর কিছু জানায়নি। একুশের ভোটের আগে হঠাৎ করে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন দীনেশ।