শেষ আপডেট: 4th March 2024 20:11
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: লোকসভা ভোটের আগে বিস্ফোরক অনন্ত মহারাজ। বললেন, "দল আমাকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। আমার সঙ্গে কোনও যোগাযোগ রাখে না।"
প্রথম দফায় পশ্চিমবঙ্গের ২০টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। গতবার জয়ী ৯ সাংসদের নাম রয়েছে তালিকায়। প্রার্থী হচ্ছেন অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকও। সেই তালিকা প্রকাশের পরেই নিজের ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ। বললেন, "রাজ্য বিজেপির কেউ আমার সঙ্গে কোনও যোগাযোগই রাখে না। প্রার্থী বাছাই নিয়েও কেউ আলোচনা করেনি।"
বঙ্গ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি অনন্ত মহারাজ দাবি করেছেন, লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হবে বলে তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে জানিয়েছেন, তা সম্ভব নয়। তিনি বলেন, "ভোটের বাক্সে এর জবাব দেবে কি না, উত্তরবঙ্গের মানুষ এবার তা ঠিক করবে।"
কোচবিহারে রাজবংশী ভোট একটা ফ্যাক্টর। ভোটারদের শতকরা ৩৪ শতাংশ রাজবংশী। কিছুদিন ধরেই ফের পৃথক উত্তরবঙ্গের দাবিতে সুর চড়াচ্ছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত রায়। এবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ মুখ খোলায় উত্তরবঙ্গের রাজবংশী ভোটব্যাঙ্কে তার প্রভাব পড়বে কিনা, সেটাই এখন দেখার।