শেষ আপডেট: 3rd October 2024 14:57
দ্য় ওয়াল ব্যুরো, দার্জিলিং: কয়েক দিনের গরমের পর প্রবল বৃষ্টি শুরু হল পাহাড়ে। আর বৃষ্টি নামতেই ধসে জেরবার দার্জিলিং। ধসের জেরে ফের বন্ধ হল ১০ নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার সকালে বাড়ির বাইরে বেরিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের।
বঙ্গোপসারে নিম্নচাপের জেরে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। সেই মতোই তুমুল বৃষ্টি নামল পাহাড়ে। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ধস নেমে বন্ধ একাধিক রাস্তা। ১০ নম্বর জাতীয় সড়কের পাশাপাশি রিম্বিক-দার্জিলিংয়ে রাস্তাও বন্ধ।
প্রবল বৃষ্টি ও ধসের জেরে সকালে মৃত্যু হয় এক এক বৃদ্ধের। মৃতের নাম রঘুবীর রাই (৭৮)। দার্জিলিং থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের বুজুওয়া গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই ধস নামে। ধসে চাপা পড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের।
খারাপ আবহাওয়ায় এদিন বন্ধ রাখা হয়েছে দার্জিলিঙের বেশিরভাগ স্কুল। পাহাড়ি পথে আসা যাওয়া করতে গিয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্যই এই ব্যবস্থা।