শেষ আপডেট: 30th August 2024 17:51
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে সামাজিক মাধ্য়মে ভাইরাল হল চিকিৎসকের নীরব প্রতিবাদ। রায়গঞ্জের বিখ্যাত ডাক্তার দেবব্রত রায়ের প্রেসক্রিপশন নিয়ে রীতিমতো হইচই পড়ল। প্রতিটি প্রেসক্রিপশনে লাল কালিতে সিল লাগিয়ে দিচ্ছেন তিনি। তাতে লেখা 'আরজি কর কাণ্ডের বিচার চাই। অপরাধ চক্রের বিনাশ চাই।'
চিকিৎসকদের আন্দোলনে প্রথম থেকেই সামিল হয়েছেন তিনি। পথেও নেমেছেন। এবার নিজের প্রেসক্রিপশনকে হাতিয়ার করে প্রতিবাদে সামিল হয়েছেন। সেই প্রেসক্রিপশনই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। দেবব্রতবাবু জানালেন, আরজিকরে যেভাবে তাঁদের কন্যাসম তরুণী ডাক্তারকে নৃশংসভাবে মারা হল, তাতে গোটা চিকিৎসক সমাজ স্তম্ভিত। তিনি বলেন, এখনও তদন্ত যে পথে আমরা বুঝতে পারছি না আদৌ দোষীরা চিহ্নিত হবে কি না, তাদের শাস্তি হবে কিনা। আজ ২০ দিন হয়ে গেল, এখনও কোনও পজিটিভ দিক নজরে আসেনি। আমরা হতাশ, বীতশ্রদ্ধ। ভিতরে ভিতরে গুমরে মরছি। এটা আমাদের নীরব প্রতিবাদ বলতে পারেন।"
তিনি জানিয়েছেন, তাঁদের কাছে যারা চিকিৎসা নিতে আসেন বা তাঁরা যাদের চিকিৎসা করেন তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন। এই সম্পর্কের উপর ভরসা করেই নীরব প্রতিবাদ জানাচ্ছেন। প্রেসক্রিপশনে ভর করেই সেই প্রতিবাদ পৌঁছে যাবে ঘরে ঘরে।
রোগীর পরিবারের লোকেরাও ডাক্তারবাবুর এই প্রয়াসে খুশি। আরজি করের ঘটনায় ব্যথিত তাঁরা। তাঁদের কথায়, "অন্য চিকিৎসকরাও এইভাবে প্রতিবাদ করলে মনে হয় তার অভিঘাত আরও তীব্র হবে।"