শেষ আপডেট: 28th August 2023 11:21
দ্য ওয়াল ব্যুরো: বর্ষায় সাপের উপদ্রবে অতিষ্ট সাধারণ মানুষ। একই দিনে জলপাইগুড়ির লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকার পাইথন ও একটি কিং কোবরা (Python and king cobra rescued in Jalpaiguri)। প্রথম ঘটনাটি ঘটে গয়েরকাটা চা বাগানে। সেখানে ঝোপের মধ্যে ঘাপটি মেরে বসেছিল ১৭ ফুটের পাইথন।
ওই একই দিনে প্রধান পাড়ার জনবস্তি থেকে উদ্ধার হয় ৭ ফুটের কিংকোবরা। সাপ বাড়ির পিছনে একটি জঙ্গলে ঘোরাফেরা করছিল। স্থানীয় এক বাসিন্দার নজর আসতেই বনকর্মী ও পরিবেশকর্মীদের খবর দেওয়া হয়। তাঁরা সাপটিকে উদ্ধার করে সঙ্গে করে নিয়ে যায়। দুটি সাপের স্বাস্থ্য পরীক্ষার পর তাদের গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ধূপগুড়িতে কবিগান গেয়ে আসর মাত বিজেপি বিধায়কের, দেখুন ভিডিও