শেষ আপডেট: 8th August 2023 11:47
দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে দলের বিরুদ্ধেই প্রার্থী হয়েছিলেন তিনি। বিক্ষুদ্ধ সেই বিজেপি নেতা নবেন্দু সুন্দর নস্করকে বহিষ্কারের পরিবর্তে তাঁকেই এবার দলের মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি করেছেন রাজ্য নেতৃত্ব (BJP) । এরই প্রতিবাদে মঙ্গলবার সল্টলেকে (Salt Lake) বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ দেখালেন মথুরাপুরের বিজেপি কর্মী সমর্থকেরা। এমনকী রাজ্য নেতৃত্বের ঠিক করা নয়া জেলা সভাপতির কুশপুতুলও দাহ করেন তাঁরা।
তাঁদের বক্তব্য, দল যাকে জেলা সভাপতি হিসেবে মনোনীত করেছে, সেই ব্যক্তিই এবারের পঞ্চায়েত ভোটে বিজেপিকে হারাতে উঠে পড়ে লেগেছিলেন। তাঁদের বক্তব্য, পার্টি বিরোধী কাজের জন্য দলীয় সংবিধানের ২৫ নম্বর ধারায় শোকজ করে বহিষ্কারের পরিবর্তে সেই ব্যক্তিকেই যদি জেলার দায়িত্ব বসানো হয়, তাহলে কোন ভরসায় কর্মীরা বিজেপি করবে?
জানা গিয়েছে, সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে কুলপি পঞ্চায়েত সমিতির ১০ নম্বর আসনে রামনগর গাজীপুরে বিজেপির বিরুদ্ধেই জোড়া পাতা চিহ্নে নির্দল হিসেবে লড়েছিলেন নবেন্দু। তাঁকেই মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি করার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান কর্মীরা। এরই প্রতিবাদে এদিন সল্টলেকে দলীয় দফতরে বিক্ষোভ দেখান কর্মী, সমর্থকেরা। এমনকী রাজ্য নেতৃত্বের ঠিক করা নয়া জেলা সভাপতির কুশপুতুলও দাহ করেন তাঁরা।
কর্মীদের একাংশের অভিযোগ, টাকার বিনিময়ে পদ বিক্রি করা হয়েছে। বিক্ষোভকে ঘিরে পার্টি অফিসে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সূত্রের খবর, কর্মীদের বিক্ষোভের সময় অফিসে ছিলেন দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। যদিও এই বিষয়ে শমীকবাবু বা রাজ্য নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।
আরও পড়ুন: পুকুরে ফেলা বিধায়কের মোবাইলের চ্যাট ঘেঁটে গোয়েন্দাদের চোখ কপালে! নিয়োগ দুর্নীতিতে বড় মোড়