শেষ আপডেট: 19th June 2018 05:22
দ্য ওয়াল ব্যুরো: সরকারি ভাবে নাকি বর্ষা এসে গিয়েছে বাংলায়! অন্তত এমনটাই বলেছিল আবহাওয়া দফতর। গত সপ্তাহান্তে বৃষ্টির আবহে শহরবাসীর স্বস্তিও মিলেছিল খানিক। অথচ তার পরেই আবহাওয়া দফতরের বর্ষা আসার ঘোষণা করতেই যেন গত কয়েক দিন ধরে চড়চড়িয়ে বাড়তে শুরু করল তাপমাত্রা। সেই সঙ্গে আর্দ্রতা বাড়ায় প্রবল ঘামে হাঁসফাঁস অবস্থা মানুষের। প্রতিদিনই অসহ্য গুমোটে মনে হয়, আজ হয়তো বৃষ্টি হবেই। কিন্তু আজ-কাল-পরশু একই অবস্থায় পেরোয়। মঙ্গলবার সাতসকালে আবহাওয়া দফতর জানিয়ে দিল, এ দিনও স্বস্তির কোনও আশা নেই। এ দিন সকাল ১০ টায় কলকাতার তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড। ঘেমে নেয়ে নাজেহাল অবস্থা হয়েছে মানুষের। অফিসযাত্রীরা চরম অস্বস্তিতে পড়েছেন। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, থার্মোমিটারে পারদ ৩৭-এ থেমে থাকবে না। বেলা সাড়ে বারোটা থেকে দুপুর দু'টোর মধ্যে তা পৌঁছে যেতে পারে ৪১ ডিগ্রি সেন্টিগ্রেডে। যা এমন সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৮ ডিগ্রি বেশি! ওই গরম হাওয়ার হলকা গায়ে লাগলে মনে হতে পারে (রিয়েল ফিল) কেউ ৪৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রয়েছেন। এখন প্রশ্ন একটাই। তা হল, বৃষ্টি কবে নামবে? তা নিয়ে অবশ্য আবহাওয়া দফতর সুনিশ্চিত ভাবে কিছু জানাতে পারেনি। কর্তাদের মতে, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রাজ্যের কোথাও বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হলেও তাতে স্বস্তির তুলনায় অস্বস্তিই বাড়বে। কারণ, তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা আরও বেড়ে যাবে। তবে কাল কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আপাতত আশার আলো বলতে এটুকুই। কিন্তু গত সপ্তাহে বর্ষার ঘোষণার পরে গ্রীষ্ম যেভাবে ব্যাটিং করল, তাতে আবহাওয়া দফতরের পূর্বাভাসের উপরে আর মোটেও ভরসা রাখছেন না সাধারণ মানুষ।