শেষ আপডেট: 4th December 2022 12:52
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বানান ভুল করায় লাঠি দিয়ে মেরে ৪ বছরের শিশুর হাঁটু ভেঙে দিলেন গৃহশিক্ষিকা! শিউড়ে ওঠার মতো ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ভগৎ সিং কলোনি এলাকায়। আহত শিশুটির পায়ে প্লাস্টার করা হয়েছে। অভিযুক্ত গৃহশিক্ষিকার (Private Tutor) নামে থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।
আহত শিশুটির পরিবার জানিয়েছে গৃহশিক্ষিকার বাড়ি একই পাড়ায়। রোজের মতো শুক্রবারও ৪ বছরের শিশুটিকে দিদিমণির কাছে পড়তে পাঠায় মা। শিশুটির মা রেনু যাদব জানান, পড়া শেষে ছেলে বাড়ি ফিরতেই দেখেন ডান হাঁটুর কাছটা ফুলে ঢোল হয়ে আছে। ছেলেকে কারণ জিজ্ঞাসা করলে সে বলে, বানান ভুল করায় দিদিমণি লাঠি দিয়ে খুব মেরেছে (Child Torture)। তার গালেও চড়ের দাগ ছিল বলে জানিয়েছে পরিবার।
এদিকে শনিবার সকালে ব্যাথা বাড়ায় আহত শিশুটিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবার। সেখানে চিকিৎসকের পরামর্শে এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায় তার ডান হাঁটুর হাড় ভেঙে গিয়েছে! শিশুটির পরিবারের অভিযোগ, গৃহশিক্ষিকার মারেই তাদের ছেলের হাঁটু ভেঙেছে।
এদিকে আহত শিশুটির মা গৃহশিক্ষিকার কাছে মারধরের কারণ জানতে গেলে তিনি স্বীকার করে নেন লাঠি দিয়ে মেরেছেন। এরপরই স্থানীয় কোতোয়ালি থানায় (Jalpaiguri) অভিযুক্ত শিক্ষিকার নামে অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।