শেষ আপডেট: 18th October 2022 06:41
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence) এবার সিবিআইয়ের (CBI) স্ক্যানারের নিচে তৃণমুল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার সকাল ১১টার মধ্যে দেবরাজকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।
কোন ঘটনার প্রেক্ষিতে এই তলব? জানা গেছে, একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেরদিন কেষ্টপুরের বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের পরিবার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই মৃত্যুর তদন্ত শুরু করে সিবিআই। সেই তদন্তের সূত্র ধরেই এদিন বিধাননগরের তৃণমূল কাউন্সিরকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী দল।
জানা গেছে, এই ঘটনায় দায়ের করা এফআইআরে প্রথমে নাম ছিল না রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের। সূত্রের খবর, পরে তদন্তে এই ঘটনায় উঠে তাঁর নাম। তাই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আজ ডেকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, একুশের নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের নানা প্রান্তে অশান্তির ঘটনা সামনে এসেছিল। অভিযোগ ছিল, বিরোধী কর্মীরা নাকি এই অশান্তির জেরে খুন হয়েছিল। অনেকে আবার ঘরছাড়া হন। কলকাতা হাইকোর্টে এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়। আদালত, এই মামলার তদন্তভার দেয় সিবিআইয়ের হাতে।
নিম্নচাপ সরতেই শীতের আমেজ, দুই বঙ্গেই তাপমাত্রা কমার সম্ভাবনা