শেষ আপডেট: 19th September 2021 07:11
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে তোলপাড় করে তদন্ত চালাচ্ছে সিবিআই। একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে, আদালতে পেশ করা হচ্ছে চার্জশিট। এবার কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে ১২ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিবিআই। সূত্রের খবর, অভিযুক্তদের বাড়িতে গিয়ে গ্রেফতারি পরোয়ানা দিয়ে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারর। নিহত বিজেপি কর্মীর পরিবার দাবি করেছে, নারকেলডাঙা থানায় খুনের মামলা দায়ের হলেও তার সঠিক তদন্ত করা হয়নি। আসল অপরাধীদের বাঁচানোর চেষ্টা হয়েছিল। এখন সিবিআই অফিসাররা তল্লাশি চালিয়ে আসল অভিযুক্তদের খোঁজ পেয়েছেন। বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে অভিজিৎ খুন হন। বিজেপির অভিযোগ, তিনি রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। এই ঘটনায় সিবিআই তদন্ত করছে। এর মধ্যে বার কয়েক অভিজিতের বাড়ি গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেছেন তদন্তকারী অফিসাররা। অভিজিৎ সরকার মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছে। ইতিমধ্যেই অভিজিতের দেহ মর্গ থেকে বের করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মর্গেই পড়েছিল বিজেপি কর্মীর দেহ। নিহতের পরিবার দাবি করেছিল মৃতদেহ অভিজিৎ সরকারের নয়। কিন্তু পরে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায় ওই দেহ অভিজিতেরই। শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে সেই রিপোর্ট জমা করে সিবিআই। এরপরেই অভিজিতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় শিয়ালদা আদালত। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'