শেষ আপডেট: 17th July 2023 09:52
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা অব্যাহত (Post Poll Violence)। বিজেপি অভিযোগ করছে, হিংসার হাত থেকেই রেহাই পাচ্ছেন না গ্রামের মহিলারাও। সোমবার এই বিষয়েই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর অভিযোগ, মহিলাদের বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে।
পঞ্চায়েতে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনায় নন্দীগ্রামে এক মহিলাকে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। তবে কাউকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনা বা সেরকম খবর সংবাদমাধ্যমে বিশেষ দেখা যায়নি। এমন ঘটে থাকলে তা নিন্দনীয় বইকি।
আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এদিন আদালতকে বলেন, “মানুষের ভোট লুঠ করেও তৃণমূল থামেনি। ভোটের সময় যারা বিরোধী দলের হয়ে প্রচার করেছিলেন, গ্রামের সেই সব পরিবারের উপর এখন বেছে বেছে অত্যাচার করা হচ্ছে। সন্ত্রাসের জেরে বহু মানুষ ঘরছাড়া। মহিলাদেরও রেয়াত করা হচ্ছে না। বিরোধী দল করার অপরাধে তাঁদের রীতিমতো বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হচ্ছে।”
শুধু মহিলাদের ওপর অত্যাচারই নয়, বীরভূমের ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করেও এদিন কলকাতা হাইকোর্টে পৃথক আর একটি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে ভোট পরবর্তী সময়ে চারিদিকে ব্যালট পেপার পাওয়ার ঘটনায় এদিন আলাদা একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। আদালত সূত্রের খবর, সবকটি মামলার শুনানি হবে ২০ জুলাই।
ভোট পরবর্তী হিংসার ঘটনায় নন্দীগ্রামে এক মহিলাকে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছিল। তাঁর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল জানিয়েছিল, ওই মহিলা তাঁদের দলীয় কর্মীর স্ত্রী। সেই অভিযোগ অস্বীকার করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে তিনি বলেছিলেন, দলের সবাইকে বলেছি কেউ যেন হিংসার আশ্রয় না নেয়। নন্দীগ্রামের ওই মহিলাকে গাছে বেঁধে রাখার ঘটনায় পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতারও করেছে।
আরও পড়ুন: প্রেমিককে গাছে বেঁধে দলিত কিশোরীকে গণধর্ষণ! কেয়ারটেকার-সহ গ্রেফতার ৪