শেষ আপডেট: 5th April 2022 10:30
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনায় গ্রেফতার আরও ১। গত ২ এপ্রিল, শনিবার বীরভূম জেলার নলহাটির ছায়াপল্লী এলাকা থেকে ফারুক আলি নামে একজনকে গ্রেফতার করেছে সিবিআই। মনোজ জসওয়াল নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ছিল ধৃতের বিরুদ্ধে। তাঁর খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ারও ঘোষণা করা হয়েছিল সিবিআই–এর তরফে। ওইদিন ভোর চারটে নাগাদ ধরা হয় ফারুককে।
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা-র (Post Poll Violence) ঘটনায় রাজ্যজুড়ে তদন্ত শুরু করেছে সিবিআই। জানা গেছে, তদন্তে বীরভূম জেলায় একাধিক হিংসার ঘটনার অভিযোগ পেয়েছে সিবিআই। গত বছর ১৯ অগস্ট কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
আদালতের নির্দেশ— খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুতর অপরাধের তদন্ত করবে সিবিআই এবং অপেক্ষাকৃত কম গুরুতর মামলার তদন্ত করবে সিট। যার প্রেক্ষিতে শুরু হয় ধরপাকড়। গতবছর ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর বীরভূমের একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলার (Post Poll Violence) অভিযোগ ওঠে।
দু'চাকাই ভরসা! খরচ কমাতে সাইকেলে চেপেই পুরসভা যান ফালাকাটার চেয়ারম্যান