শেষ আপডেট: 22nd June 2023 09:08
দ্য ওয়াল ব্যুরো: শক্তিগড়ের কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশ খারিজ করে দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার হাইকোর্ট জানায়, সিবিআই নয়, রাজ্য পুলিশের সিট এই ঘটনার তদন্ত করবে।
গত ১ এপ্রিল রাত আটটা নাগাদ শক্তিগড়ে কলকাতামুখী ২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ল্যাংচার দোকানের সামনে গাড়ির মধ্যেই খুন হয়ে যান রাজু ঝা। দুষ্কৃতীদের বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। তাঁর খুনের ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।
কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছিল রাজুর। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে ইডি ডেকেছিল তাঁকে। কিন্তু ইডি দফতরে হাজিরা দেওয়ার আগেই খুন হয়ে যান রাজু। এই খুনের ঘটনায় নাম জড়িয়ে যায় গরু পাচার মামলায় ফেরার অভিযুক্ত আব্দুল লতিফের। অভিযোগ, যেসময় রাজু খুন হন সেই সময় গাড়িতে ছিলেন আব্দুল। কিন্তু তারপর থেকেই বেপাত্তা তিনি!
রাজু ঝার গাড়ির চালক নূর হোসেন শক্তিগড় থানায় এফআইআর দায়ের করেন। তার ভিত্তিতে খুনের ধারায় মামলা রুজু করে ও সিট গঠন করে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু এই মামলায় পুলিশ এখনও তেমন কিছু করতে পারেনি, এমন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা হয়।
বিচারপতি রাজাশেখর মান্থা গত ১৪ জুন এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয়।
এই মামলায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, হলফনামায় থাকা সমস্ত তথ্য না জেনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ, যা ত্রুটিপূর্ণ। আপাতত এই খুনের ঘটনার তদন্ত পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত সিট-ই করবে।
পঞ্চায়েত ভোট কি হচ্ছে? নির্বাচন কমিশনার কি আছেন? উপর্যুপরি প্রশ্ন কলকাতা হাইকোর্টের