শেষ আপডেট: 7th September 2023 07:04
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, মৃত ওই পুলিশ কর্মীর (Police Unnatural Death) নাম ইসরাফিল সাহাজি। ব্যারাকপুরে (Barrackpore) সেকেন্ড ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। কল্যাণীর হাউসিং পুলিশ কোয়ার্টারে সস্ত্রীক থাকতেন ওই পুলিশকর্মী।
ওই পুলিশ কর্মীর বাড়ি নদিয়ারই মদনপুর জঙ্গল গ্রামে। তাঁর মৃত্যুর খবর আসতেই পরিবারে শোকের ছায়া নামে।
ইসরাফিল সাহাজি আত্মহত্যা করেছেন, মানতে নারাজ তাঁর পরিবারের লোকজন। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।
মৃত পুলিশকর্মীর স্ত্রী করিশ্মা সাহাজির দাবি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ডিউটিতেও যেতেন তাঁর স্বামী। অত্যন্ত ভাল মানুষ। কেন তাঁর এমন পরিণতি হল পুলিশ তা খতিয়ে দেখুক।
২০১০ সালে পুলিশের চাকরিতে যোগ দেন ইসরাফিল। ব্যারাকপুর লাটবাগানে কর্মরত ছিলেন। তাঁর পরিবারসূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর খোঁজ মেলেনি তাঁর। রাত বারোটা নাগাদ কল্যাণী জিআরপি থেকে তাঁদের ফোন করা হয়। জানানো হয় রেললাইনের ধারে তাঁর দেহের খোঁজ মিলেছে।