শেষ আপডেট: 3rd September 2022 16:41
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল। আর তার পর থেকেই রাজ্যজুড়ে চলছে পুলিশের জোর তল্লাশি। কেতুগ্রামের পর এবারপূর্ব বর্ধমানের (Bardhaman) মঙ্গলকোট। বৈধ কাগজ ছাড়াই গরু বোঝাই লরি মঙ্গলকোট পেরনোর আগেই ধরা পড়ল পুলিশের হাতে। দেখা গেছে, লরিতে ছিল ৫৩টি গরু (Cow)। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পাচার না বিক্রি? সঠিক কারণ দর্শাতে পারেনি কেউই। তাই সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানা গেছে, গরুগুলিকে বীরভূমে নিয়ে যাওয়া হচ্ছিল। আরও খবর, ওই লরির সঙ্গে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে বীরভূম জেলার লাভপুর থানার কুসুমগড়িয়া গ্রামে।
খবর, মঙ্গলকোটের কাটোয়া নতুনহাট রাস্তায় নাকা চেকিং চালাচ্ছিল মঙ্গলকোট থানার পুলিশ। সেই সময় এই লরিটি বীরভূমের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় লরি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। যদিও গরু নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজ ছিল না তাদের কাছে। এমনকি চার জনের জবাবে অসঙ্গতিও ছিল।
এর পরই চারজনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি গরু ভর্তি লরিটিও আটক করে। আজ, শনিবার ধৃতদের কাটোয়া আদালতে তোলা হয়। কী কারণে গরু নিয়ে যাওয়া হচ্ছিল? এর পেছনে পাচার চক্রের কোনও যোগ রয়েছে কিনা সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ।
সানমার্গ চিটফান্ড কেলেঙ্কারিতে রাজুর আগে গ্রেফতার হয়েছিলেন আরেক তৃণমূল নেতা