শেষ আপডেট: 18th September 2023 13:01
দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ অগস্ট নরেন্দ্রপুর থানা থেকে আধ কিমি দূরে গুলি করে খুন করা হয়েছিল এক ব্যবসায়ীকে (Narendrapur murder)।
নিহত ব্যবসায়ীর নাম শাহিদ মণ্ডল (২৬)। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের কুমড়োখালির কুসুম্বা মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। ১৫ অগস্ট রাত ১২টা ১৫ মিনিট নাগাদ কুমড়োখালি এলাকার এক আবাসনের গেটের সামনে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।
পরিবারের অভিযোগ, খুনের ঘটনার এক মাস পরেও পুলিশ নিষ্ক্রিয়। বারুইপুর পুলিশ জেলার এসপি এবং নরেন্দ্রপুর থানার আইসির বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এদিন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন নিহত শাহিদের পরিবার। তাঁদের দাবি, রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তর করুক আদালত।
পরিবার সূত্রের খবর, নিহত যুবক শাহিদ মণ্ডল তাঁর বাবা শাহজাহান মণ্ডলের আলুর ব্যবসা দেখাশোনা করতেন। সারাদিন বাবার সঙ্গে গোডাউনের ব্যবসা সামলে বিকেলের পর টাকা আদায় করতে যেতেন। সেদিন রাতে বাড়ি ফেরার সময় গুলি করে তাঁকে খুন করা হয়।
আরও পড়ুন: 'এরা তো মহাপুরুষ! কবে জেরা করবেন?', সিবিআইকে ভর্ৎসনা বিচারপতির, নিয়োগ দুর্নীতিতে আরও বিধায়কের নাম