শেষ আপডেট: 9th June 2021 14:37
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গলসি যেন বোমার আড়ত। বুধবার উচ্চগ্রামের ইটভাটায় মিলল দশটি তাজা বোমা। পুলিশ গিয়ে বোমা নিস্ক্রিয় করে। কিন্তু আতঙ্ক রয়েছে গোটা এলাকায়।
গলসির উচ্চগ্রামের রাস্তার পাশে একটি ইটভাটা থেকে এদিন উদ্ধার হয় ন’টি তাজা বোমা। ওই ভাটার মাটির ঢিবির পাশেই শ্রমিকদের ঘর আছে। ঘরে এখন শ্রমিক না থাকায় বেশিরভাগ ঘরগুলির দরজা ইট দিয়ে বন্ধ করা আছে। সেই ঘরের ভিতর একটি প্লাস্টিকের ঘিয়ের জারে মজুত ছিল ওই বোমাগুলি।
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে গলসি থানার পুলিশ এলাকাটি ঘিরে রাখে। রাত থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। বুধবার বেলা এগারোটা নগাদ ঘটনাস্থলে আসে সিআইডি বোম ডিসপোজাল টিম। তারপরই প্লাস্টিকের ঘিয়ের জারে রাখা ওই বোমাগুলি উদ্ধার করে নিক্রিয় করা হয়। ইট ভাটার ভিতরে কীভাবে বোমা এল তার তদন্ত শুরু করছে গলসি থানার পুলিশ।
এ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। স্থানীয় বিজেপি নেতা রাজু পাত্র বলেন, ‘‘এলাকা বোমার আতুড়ঘর হয়ে উঠছে। বাইরে থেকে এসব বোমা আসছে।প্রশাসনের আরও তৎপর হওয়া উচিত।’’ আতঙ্কিত গ্রামবাসীরাও। স্থানীয় বাসিন্দা প্রতিমা রায় বলেন, ‘‘খুব ভয় লাগছে। ছেলেমেয়েরা ভয়ে ঘুমাতে পারছে না।’’
গত সপ্তাহে গলসি ১ নম্বর ব্লকের উচ্চগ্রামে শাসক দলের গোষ্ঠী কোন্দলে চরম অশান্তি হয় বলে অভিযোগ। গোটা এলাকা তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় দুই গোষ্ঠীর সাত জনকে গ্রেফতার করে গলসি থানার পুলিশ। তারপরই আট জুন রাতে ইট ভাটায় বোমার খবরে আতঙ্কিত স্থানীয়রা। অতিরিক্ত পুলিশসুপার কল্যাণ সিংহ রায় বলেন, ‘‘ওখানে ন’টি ক্রুড বোমা পাওয়া গেছে। পুলিশ সবটাই তদন্ত করে দেখছে।’’