শেষ আপডেট: 16th September 2023 12:27
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা মামলায় শনিবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের। তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক (Police custody of Abu Taher)।
একুশের বিধানসভা নির্বাচন থেকে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন। একাধিক হিংসার ঘটনায় নাম জড়িয়েছিল আবু তাহেরের। দেবব্রত মাইতি হত্যা মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ওই মামলায় অন্যতম অভিযুক্ত আবু তাহেরের খোঁজ না পেয়ে সম্প্রতি তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
বিষয়টি প্রকাশ্যে আসতে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। আচমকা কেন আত্মসমর্পণ করলেন আবু তাহের? তা নিয়ো রাজনৈতিক মহলে ঘুরছে নানা মত। একাংশ ঘটনার নেপথ্যে শাসকের গোষ্ঠী কোন্দল দেখছেন। অপর আরেকটি অংশের মতে, বিশেষ কোনও আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আবু।
যদিও ভোট হিংসা মামলা প্রসঙ্গে আগেই আবু তাহের দাবি করেছিলেন, "রাজনৈতিক কারণেই তাঁর নাম যুক্ত করা হয়েছে।" এদিন অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। ২০০৭ সালে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। নন্দীগ্রামের জমি আন্দোলনের তৃণমূলের স্থানীয় নেতাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন আবু তাহের।
আরও পড়ুন: হাওড়া স্টেশনে হকার-আরপিএফের সংঘর্ষ! আতঙ্কিত যাত্রীরা, ব্যাহত ট্রেন চলাচল