শেষ আপডেট: 25th September 2023 07:30
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: অনুপস্থিত সিভিক ভলান্টিয়ারদের নামে বিল তৈরি করে অর্থ তছরুপের অভিযোগে এক কনস্টেবলকে গ্রেফতার (Police Constable Arrested) করল পুলিশ। এই ঘটনা সামনে আসতে হইচই পড়ে গেছে প্রশাসনিক মহলে। ধৃত ওই কনস্টেবলের নাম দীপঙ্কর সরকার। তিনি আলিপুরদুয়ার (Alipurduar) লাগোয়া নর্থ পয়েন্ট এলাকার বাসিন্দা।
তদন্তকারীরা জানিয়েছেন, প্রতিমাসে মাসে জেলা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বেতন তালিকা করে ট্রেজারি অফিসে জমা দেওয়ার দায়িত্ব ছিল দীপঙ্করের উপর। নিময় অনুযায়ী, অনুপস্থিত সিভিক ভলান্টিয়ারদের বেতনের বিল তৈরি করার কথা নয়। অভিযোগ, নিয়মের বাইরে গিয়ে দীপঙ্কর অনুপস্থিত সিভিক ভলান্টিয়ারদের নামেও বিল করে ট্রেজারিতে পাঠিয়ে দিতেন। কিন্তু সেই সময় ভলান্টিয়ারদের নামের পাশে নিজের আত্মীয়স্বজনদের অ্যাকাউন্ট নম্বর লিখে দিতেন তিনি। এই ভাবেই চার-পাঁচ বছর ধরে মাসের পর মাস সরকারি টাকা তছরুপ করে গিয়েছেন দীপঙ্কর এমনটাই অভিযোগ।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, কোচবিহারে এমন একটি দুর্নীতি প্রথমে প্রকাশ্যে আসার পর তদন্ত করে বিভাগ। সেখানে দীপঙ্করের এই কারচুপি ফাঁস হয়। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। প্রায় সাড়ে ন'লক্ষ টাকার প্রতারণা করেছে ওই পুলিশকর্মী। এমনকী অফিসের সফটওয়্যার ব্যবহার করে অ্যাকাউন্ট নম্বর বদলে এই দুর্নীতি করেছেন বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: এসএসকেএমে টাকা নিয়ে ভর্তি, দালাল চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার ৩