শেষ আপডেট: 1st September 2023 15:19
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এক তরুণের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পোলবার (Polba Chaos) মণিপুর গ্রামে। প্রতিবেশী এক মহিলার বাড়িতে ভাঙচুর চালিয়ে একটি বাইক ও গাড়িতে আগুন ধরিয়ে দিল মৃতের পরিবার। স্থানীয়দের অভিযোগ, ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তরুণের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১১ মার্চ পোলবার আকনা গ্রাম পঞ্চায়েতের মণিপুর গ্রামে বছর কুড়ির তরুণ সুব্রত মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির কাছের একটি পুকুরপারে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী এক মহিলার সঙ্গে ওই তরুণের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মহিলার ছেলে ওই তরুণের বন্ধু হওয়ায় ওই বাড়িতে যাতায়াত ছিল। কিন্তু ছেলের সঙ্গে বন্ধুর মায়ের এই সম্পর্ক জানতে পারার পরে দুই পরিবারের সম্পর্ক খারাপ হয়। তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এরই মধ্যে আচমকাই ওই তরুণের দেহ পুকুরপারের একটি গাছে ঝুলতে দেখা যায়। যদিও পুলিশের ময়নাতদন্তে রিপোর্টে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই উল্লেখ করা হয়েছিল।
আত্মহত্যার কথা কিছুতেই মানতে পারছিলেন না ওই তরুণের আত্মীয়রা। এই মৃত্যুর জন্য মহিলাকে দায়ী করে তাঁর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল মৃত তরুণের পরিবার। মহিলার ভাসুরের ধানের বীজতলা নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে তরুণের পরিবারের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানানোর পর হাইকোর্টেরও দ্বারস্থ হন মহিলার ভাসুর।
মহিলার বাড়িতে ভাঙচুর চালানোর পর একটি মারুতি গাড়ি ও বাইককে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পোলবা থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
আরও পড়ুন: ড্রোন উড়িয়ে দত্তপুকুরের বিস্ফোরণ স্থলের ভিডিও করল পুলিশ! খুঁটিয়ে দেখা হবে ফুটেজ