শেষ আপডেট: 20th April 2023 07:06
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী (patient) মৃত্যুর ঘটনায় উত্তাল আসানসোলের সালানপুর ব্লকের পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্র। রোগীর পরিজনদের অভিযোগ, চিকিৎসক হাসপাতালে (hospital) ছিলেন কিন্তু দেখতে এলেন না। এমনকী মারা যাওয়ার পর দুটো ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ তুলছেন মৃতের আত্মীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। পরিস্থিতির সামাল দিতে পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রে আসে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, চিতালডাঙ্গা অঞ্চলের বাসিন্দা দীপক বাউরি। বুধবার সন্ধেয় তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, বাড়িতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি। জ্ঞান ছিল না। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, হাসপাতালের বেডে দু'ঘন্টা বিনা চিকিৎসায় শুইয়ে রাখা হয় তাঁকে।
মৃতের এক আত্মীয় জানান, চিকিৎসক (doctor) ও নার্সকে চিকিৎসার জন্য বলা সত্ত্বেও তাঁরা কেউ রোগীকে দেখতে আসেননি। বারবার অনুরোধ করা হলে অভদ্র ভাষায় গালিগালাজ করেন চিকিৎসক। রোগীর যখন শেষ অবস্থা তখন চিকিৎসক তাকে রেফার করার কথা বলেন। তখন আর কিছু করার ছিল না। পাশাপাশি ক্ষুব্ধ পরিজনদের অভিযোগ, রোগী মারা যাওয়ার পর দুটো ইঞ্জেকশন দিয়েছেন চিকিৎসক। রোগী মারা যাওয়ার পর ডেথ সার্টিফিকেট চাইলে, তাও দেওয়া হয়নি।
উল্লেখ্য, রোগীর পরিজনরা পুলিশের কাছে দাবি জানান, কর্মরত চিকিৎসকের শাস্তির ব্যাবস্থা করতে হবে। এবং খারাপ ব্যবহারের জন্য ক্ষমাও চাইতে হবে। না হলে এই ঘটনা আবার অন্য কারও সঙ্গে ঘটতে পারে।
রাজু ঝা খুনে ধৃত অভিজিৎকে ১৪ দিনের পুলিশ হেফাজত, আটক আরও দুই