শেষ আপডেট: 25th September 2023 01:52
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নিজের জামিনের সপক্ষে সওয়াল করতে গিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকেই নিশানা করলেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee opens up about recruitment scam)।
নিজের জামিনের সপক্ষে আগেও আদালতে সওয়াল করতে দেখা গিয়েছিল পার্থকে। অভিযোগ করেছিলেন, তিনি ‘ষড়যন্ত্রের’ শিকার। এদিন আরও একধাপ এগিয়ে পার্থর দাবি, “এসএসসি বোর্ড চালায়। এখানে মিনিস্টারের কোনও রোল ছিল না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি জামিনে মুক্ত হয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই। তাই আমাকে জামিন দেওয়া হোক।“
এরপরই মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে এনে তৃণমূলের প্রাক্তন মহাসচিবের দাবি, “বিভিন্ন দফতরের সচিবরা মন্ত্রীকে রিপোর্ট করেন। সেই রিপোর্ট যায় মুখ্যমন্ত্রীর কাছে। নিয়োগ দুর্নীতিতে আমার কোনও ভূমিকা নেই।”
প্রশাসনিক মহলের অবশ্য ব্যাখ্যা, যেকোনও নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনুমতির দরকার হয়। তার মানে এই নয় যে সংশ্লিষ্ট নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠা মানে মুখ্যমন্ত্রীও তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওই মহলের মতে, পার্থবাবুর ঘনিষ্টবান্ধবীর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারের ঘটনায় নিয়োগ দুর্নীতির প্রমাণ স্পষ্ট। সেকারণেই তদন্তের অভিমুখ অন্য দিকে ঘোরাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী কৌশলে সরকারি নিয়মের প্রসঙ্গটি টেনে এনেছেন।
এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে দলের যা অবস্থান, সেটা অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে। নতুন করে বলার কিছু নেই। উনি জামিনের আবেদন করার মাঝে আদালতে বা অন্য কোথায় কী বললেন তা নিয়েও দলের কোনও বক্তব্য নেই।'
সামনে দুর্গাপুজো। যেকোনও উপায়ে তাঁকে জামিন দেওয়া হোক বলেও এদিন আদালতে বিচারপতির কাছে কাতর আর্জি জানান পার্থ। দাবি করেছেন, তদন্তের নামে গত এক বছর ধরে তাঁকে আটকে রাখা হলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ আদালতে হাজির করতে পারেনি।
আরও পড়ুন: ভোট বয়কটের বুথে কীভাবে ভোটারের চেয়ে বেশি ভোট! রিপোর্ট জমা পড়ল আদালতে