শেষ আপডেট: 31st July 2022 07:17
দ্য ওয়াল ব্যুরো: জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) মেডিক্যাল চেকআপে নিয়ে যাওয়া আর কথার বিস্ফোরণ যেন সমার্থক হয়ে উঠছে। রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফের তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মন্ত্রিসভা ও দল থেকে সদ্য পদ হারানো পার্থ।
আগের দিন এই জোকা ইএসআই হাসপাতালে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, "আমি ষড়যন্ত্রের শিকার।" এদিন পার্থবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কে ষড়যন্ত্র করেছে? পার্থবাবুর জবাব, "সময় এলেই জানতে পারবেন।"
অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে যে পঞ্চাশ কোটি নগদ (Cash) উদ্ধার হয়েছে সেই টাকা নিয়েও এদিন সরাসরি জবাব দিয়েছেন পার্থ। তাঁকে প্রশ্ন করা হয়, ওগুলো কি আপনার টাকা? স্পষ্ট করে পার্থ জবাব দেন, "আমার কোনও টাকা নেই।"
এখানে বলে রাখা ভাল, পার্থ চট্টোপাধ্যায় এই মন্তব্য করেছেন হাসপাতালে ঢোকার মুখে। বের হওয়ার সময়ে আবার কী কী বলবেন তা নিয়ে কৌতূহল রয়েছে।
তার কারণ, আগের দিন হাসপাতাল থেকে পার্থকে যখন বের করা হচ্ছে তখন এক প্রশ্নে তিন বার তিন রকম জবাব দিয়েছিলেন প্রবীণ এই নেতা। মন্ত্রিসভা ও দল থেকে তাঁকে ছেঁটে ফেলা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল, দলের সিদ্ধান্ত কি ঠিক? এক প্রশ্নে তিনবার তিন রকম জবাব দিয়েছিলেন পার্থ।
তিনি একবার বলেন, "সময় বলবে।" তার পরক্ষণেই বলেন, "নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে।" আবার হুইলচেয়ার থেকে গাড়িতে ওঠার পর বলেছিলেন, "মমতা ব্যানার্জীর সিদ্ধান্ত ঠিক।"
অনেকের মতে পার্থর শেষ জবাবটি ছিল কৌশলী। কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা দেখানোর পাশাপাশি, দল এবং নেত্রীর মধ্যে একটা বিভাজন রেখা টেনে দিতে চেয়েছিলেন। প্রসঙ্গত পার্থকে দলের সব পদ থেকে সরিয়ে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পার্থ ও অর্পিতার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করেছে বলে খবর। সেখানে প্রায় ৮ কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে। এও জানা গিয়েছে, ভাঙড়-সহ বিভিন্ন জায়গায় জমির হদিশ মিলেছে। সব মিলিয়ে পার্থর্পিতা তদন্ত যেমন জমাট বাঁধছে তেমন প্রতিদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক।
আরও পড়ুন: এমআরআই মেশিনে দু’ঘণ্টা আটকে থাকলেন রোগী! হাওড়ার নার্সিংহোমে বড় বিপত্তি