Date : 13th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স এখনও উদ্ধার হয়নি, জানাল এয়ার ইন্ডিয়ামহিমা চৌধুরীর মেয়ে আরিয়ানার সৌন্দর্যে বিভোর নেটপাড়া, কেউ বলছেন, 'একেবারে মায়ের মতোই কিউট' ‘দ্য বেঙ্গল ফাইলস’ রিলিজ নিয়ে অনিশ্চয়তার দানা বাঁধছে! পরিচালক বললেন ‘লড়াই করব’অখিলের বিয়েতে নজর কাড়লেন নাগা-শোভিতা জুটি, নায়িকার ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়ইজরায়েলের ‘জাগ্রত সিংহ’ ইরানের পরমাণু কেন্দ্রে আঁচড় কাটতে ব্যর্থ হল কেন?বিধানসভায় নজিরবিহীন সিকিউরিটি চেকিং! মন্ত্রী থেকে বিধায়ক, গাড়ির বনেট, ডিকি খুলে তল্লাশিবিদ্যুতের বিল বাঁচাতে সৌরশক্তির ব্যবহার! আলিপুর মহিলা সংশোধনাগারে বড় উদ্যোগ১০ মিনিট দেরিতে পৌঁছনোয় মিস করেন ফ্লাইট! 'গণপতি বাপ্পা বাঁচিয়েছেন,' বলছেন তরুণীমৌমাছি গিলে ফেলাই হল কাল! হার্ট অ্যাটাকে মৃত্যু করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরেরমেসোকে বাবা সাজিয়ে ভোটার-আধার সব কার্ডই তৈরি করেছিল বাংলাদেশি যুবক, শেষরক্ষা হল না

রাতভর টাকা গুনলেন ইডি-কর্তারা, খাবার এল ৬০ জনের! কী ছিল মেনুতে?

দ্য ওয়াল ব্যুরো: আবার টাকা! টাকা যেন আর ফুরাচ্ছে না। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হল নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। কোটি ছাড়া কথাই নেয়! সেই সঙ্গে ৪ কোটি ৩১ লক্ষের সোনাও আছে। কাল পার্থ ঘনিষ্ঠ অর্পিতার

রাতভর টাকা গুনলেন ইডি-কর্তারা, খাবার এল ৬০ জনের! কী ছিল মেনুতে?

শেষ আপডেট: 28 July 2022 06:31

দ্য ওয়াল ব্যুরো: আবার টাকা! টাকা যেন আর ফুরাচ্ছে না। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হল নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। কোটি ছাড়া কথাই নেয়! সেই সঙ্গে ৪ কোটি ৩১ লক্ষের সোনাও আছে।

কাল পার্থ ঘনিষ্ঠ অর্পিতার (Partha-Arpita) বেলঘরিয়ার ফ্ল্যাটে (Belgharia Flat) তল্লাশি চালান ইডির কর্মকর্তারা। লুকিয়ে রাখা টাকা উদ্ধার করেই তাঁদের তো চোখ কপালে উঠে গিয়েছে। সঙ্গে সঙ্গে আনানো হয় চারটি টাকা গোনার মেশিন।

Arpita Mukherjee

এই বিপুল টাকা গোনা কী আর চাট্টিখানি কথা! বুধবার সন্ধে থেকে মেশিনে টাকা গোনা শুরু হয়। চলে সারারাত। শেষে বৃহস্পতিবার ভোর ৫ টায় শেষ হয় এই মহাকর্মকাণ্ড। কিন্তু এর মাঝে ক্ষিদে পাবে সেটাই স্বাভাবিক। তা কী খেলেন ইডি কর্তা ও ব্যাঙ্ক কর্মীরা?

যে ক্যাটারার বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে ইডি কর্মকর্তাদের জন্য খাবার পৌঁছে দিয়েছে তাদের থেকে জানা গেল, মেনুতে সব‌ই নিরামিষ পদ ছিল। মটর পনির, চানা মশলা, ডালমাখানি ও মিক্সড ভেজের সঙ্গে ছিল হাত রুটি। প্রায় ৬০ জনের খাবার অর্ডার করা হয়েছিল। সারারাত নোট গণনার পাশাপাশি খাওয়াদাওয়াও হয়েছে গুছিয়ে।

তবে ইডির বেশিরভাগ কর্তা ভিনরাজ্যের বলেই হয়ত মেনুতে বাঙালি পদ তেমন একটা ছিল না। তাছাড়া রাত জেগে নোটের তাড়া গোনার গুরুদায়িত্ব‌ও ছিল, তাই ভাত‌ও ছিল অনুপস্থিত! যতই হোক, রসিয়ে ভাত খেতে সময় একটু বেশী তো লাগেই। 

পার্থদার লোকেরাই টাকা এনে রাখত ফ্ল্যাটে, ইডি জেরায় দাবি অর্পিতার


ভিডিও স্টোরি