শেষ আপডেট: 6th May 2022 08:06
দ্য ওয়াল ব্যুরো: ২০১২ সালের পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের (Parkstreet Gangrape) মূল অভিযুক্ত কাদের খানের (Kader Khan) আবেদন মঞ্জুর হল কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। নিম্ন আদালতে আত্মসমর্পণের পর হাইকোর্টে আবেদন জানিয়েছিল কাদের খান। সেই আবেদন মঞ্জুর হল হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।
বস্তুত, পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে (Parkstreet Gangrape) আগেই সাজা ঘোষণা হয়ে গিয়েছিল কাদের খানের। তবে সে ফেরার ছিল। পরে আদালতে গিয়েই আত্মসমর্পণ করে কাদের খান। সেখানে নতুন করে বিচার প্রক্রিয়া আবার শুরু হয়। উচ্চ আদালতে কাদেরের আবেদন ছিল, যে মামলায় অভিযুক্তদের আগেই সাজা ঘোষণা হয়ে গেছে, সেই পুরনো সাক্ষীদের বয়ান নিয়ে নতুন করে এই মামলায় যুক্ত করা যাবে না। শুক্রবার এই আবেদনই মঞ্জুর করেছে হাইকোর্ট।
পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে (Parkstreet Gangrape) আরও একাধিক অভিযুক্ত ছিল। তাদের সাজা ঘোষণা হয়ে গিয়েছিল। আলাদা করে আত্মসমপর্ণের পর হাইকোর্টের দ্বারস্থ হয় কাদের খান।
আরও পড়ুন: কাশীপুর রণক্ষেত্র, মাথা ফাটল মহিলার, দেহ উদ্ধার করে নিয়ে গেল পুলিশ