শেষ আপডেট: 18th May 2022 05:36
দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগে একজন পরেশকে ডেকেছিল সিবিআই (CBI)। বুধবার তিনি গেলেন সিবিআই দফতরে হাজিরা দিতে। মঙ্গলবার বিকেলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাত আটটার মধ্যে আর এক পরেশকে সিবিআই দফতরে হাজিরা দিতে। কিন্তু তিনি কোথায়?
ভোট পরবর্তী হিংসা মামলায় বেলেঘাটার প্রবীণ তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকেছিল সিবিআই (CBI)। তরুণ বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় পরেশ পালকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। জানা গিয়েছে, সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে পৌঁছেছেন পরেশ পাল।
কিন্তু রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী কোথায়?
মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুল সার্ভিসে নিয়োগে জালিয়াতির অভিযোগে পরেশ অধিকারীকে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ শুনেই মঙ্গলবার সন্ধেবেলা মেয়ে অঙ্কিতাকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন পরেশ। দেখা যায় পরেশ গোলাপি রঙের পাঞ্জাবি এবং অঙ্কিতা একটি মেরুন টিশার্ট ও ডেনিম ব্লু জিনস পরে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ট্রেনে উঠছেন। তার আগে সাংবাদিকদের মন্ত্রী জানিয়েছিলেন, তিনি আদালতের নির্দেশ পেয়ে কলকাতা যাচ্ছেন। কিন্তু এদিন সকাল থেকে জানা যায়নি পরেশ বা অঙ্কিতা কোথায়।
হতে পারে তাঁরা কলকাতায় পৌঁছে আইনি পরামর্শ করছেন। সকাল সাড়ে দশটার খবর রাজ্য সরকারও প্রস্তুতি শুরু করেছে যে, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মন্ত্রীর হয়ে ডিভিশন বেঞ্চে আর্জি জানাবে।
পরেশ পাল গেলেন সিবিআই দফতরে। এখন দেখার অধিকারী কী করেন।