Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তি

পাঁশকুড়া থানার পাশে বিস্ফোরণ! অসুস্থ হয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: পাঁশকুড়ায় গোডাউনে বিস্ফোরণ! আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের (Panshkura Godown Blast)। বৃহস্পতিবার থানার পাশেই একটি গোডাউনে আগুন লাগে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেখানে সিজ কর

পাঁশকুড়া থানার পাশে বিস্ফোরণ! অসুস্থ হয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

শেষ আপডেট: 1 December 2022 07:53

দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: পাঁশকুড়ায় গোডাউনে বিস্ফোরণ! আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের (Panshkura Godown Blast)। বৃহস্পতিবার থানার পাশেই একটি গোডাউনে আগুন লাগে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেখানে সিজ করা শব্দবাজি (Crackers) রাখা ছিল। ওই বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি বাইক। ধোঁয়া ছেয়ে গিয়েছিল এলাকায়। পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়াররাই আগুনে নেভাতে তৎপর হয়েছিলেন। তাঁরা জল দিয়ে আগুন নেভার চেষ্টা করেন।

ওভারটেক করতে গিয়ে দোকানে ঢুকে গেল আস্ত বাস! চন্দ্রকোণায় বড় দুর্ঘটনা, জখম ১০ জন

আগুন নেভাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই সিভিক ভলান্টিয়ার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

যদিও এসডিপিও সাকিব আহমেদ জানান, ঘটনাস্থলে কোনও রকমের বিস্ফোরক মজুত ছিল না। সেখানে শুধু বাতিল জিনিসপত্র-কাগজ রাখা ছিল। কীভাবে আগুন লাগল তা দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে থানায় ছুটে গিয়েছিলেন এক সিভিক ভলান্টিয়ার। সেখানে রাখা বাইকগুলিতে তিনি সরাচ্ছিলেন। তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


ভিডিও স্টোরি