শেষ আপডেট: 1 December 2022 07:53
দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: পাঁশকুড়ায় গোডাউনে বিস্ফোরণ! আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের (Panshkura Godown Blast)। বৃহস্পতিবার থানার পাশেই একটি গোডাউনে আগুন লাগে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেখানে সিজ করা শব্দবাজি (Crackers) রাখা ছিল। ওই বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি বাইক। ধোঁয়া ছেয়ে গিয়েছিল এলাকায়। পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়াররাই আগুনে নেভাতে তৎপর হয়েছিলেন। তাঁরা জল দিয়ে আগুন নেভার চেষ্টা করেন।
ওভারটেক করতে গিয়ে দোকানে ঢুকে গেল আস্ত বাস! চন্দ্রকোণায় বড় দুর্ঘটনা, জখম ১০ জন
আগুন নেভাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই সিভিক ভলান্টিয়ার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
যদিও এসডিপিও সাকিব আহমেদ জানান, ঘটনাস্থলে কোনও রকমের বিস্ফোরক মজুত ছিল না। সেখানে শুধু বাতিল জিনিসপত্র-কাগজ রাখা ছিল। কীভাবে আগুন লাগল তা দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে থানায় ছুটে গিয়েছিলেন এক সিভিক ভলান্টিয়ার। সেখানে রাখা বাইকগুলিতে তিনি সরাচ্ছিলেন। তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
য