শেষ আপডেট: 10th May 2022 15:12
দ্য ওয়াল ব্যুরো: শিশুকে পোলিও টিকা (Vaccine) দেওয়াতে গিয়ে আশাকর্মীদের হেনস্থার শিকার পাণ্ডুয়ার (Pandua) দম্পতি। টিকা না দিয়ে ওই শিশুকে বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। এমনকি গোটা ঘটনার ভিডিও করতে গেলে ওই শিশুর বাবাকে এক আশাকর্মী চড় মারেন বলে অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও 'দ্য ওয়াল' এর সত্যতা যাচাই করেনি।
গত ৬ মে হুগলি জেলার পাণ্ডুয়ার (Pandua) দ্বারবাসিনী প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৯ মাসের মেয়েকে টিকা দিতে নিয়ে গিয়েছিলেন সুনুশ্রী অধিকারী ও অমৃত অধিকারী। ওই দম্পতির অভিযোগ, এর আগেরবার টিকা দেওয়ার সময় তাদের মেয়ের পায়ে সিরিঞ্জের সূঁচ বেশ কিছুক্ষণ আটকে ছিল। তাতে বেশ কষ্ট পেয়েছিল ওই একরত্তি। তাই এবার যাতে ওই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা টিকা দেওয়ার দ্বায়িত্বে থাকা আশাকর্মী অনুরূপা দাসকে বলতেই তিনি মারমুখি হয়ে ওঠেন।
কাশীপুর কাণ্ডে অমিতের সিবিআই দাবি খারিজ, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চান, দাবি তৃণমূলের
ওই আশাকর্মী এরপর মেয়ে সহ সুনুশ্রী দাসকে স্বাস্থ্যকেন্দ্র থেকে বের করে দেন বলে অভিযোগ। মেয়ে সহ স্ত্রীকে স্বাস্থ্যকেন্দ্র থেকে বের করে দিলে সেই ঘটনার ভিডিও করা শুরু করেন অমৃত অধিকারী। সেই সময় অনুরূপা দাস নামে ওই আশাকর্মী সহ বাকি স্বাস্থ্যকর্মীরা ওই ব্যক্তিকে মারধর করে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘটনার দিনই জানানো হলেও তিনি কোনও পদক্ষেপ করেননি। পাণ্ডুয়ার বিএমওএইচ মঞ্জুর আলম জানিয়েছেন তিনি ছুটিতে ছিলেন বলে বিষয়টি নিয়ে কিছু করতে পারেননি। তবে গোটা বিষয়টি জেলা স্বাস্থ্য অধিকর্তার কানে পৌঁছে গিয়েছে। তিনি এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।
এই ঘটনার পর চারদিন পেরিয়ে গেলেও ওই ৯ মাসের শিশুটিকে এখনও টিকা দেওয়া হয়নি। রাজ্যের নানা যায়গা থেকে এর আগেও আশাকর্মীদের দুর্ব্যবহার নিয়ে অভিযোগ সামনে এসেছে। তবে এক শিশুকে টিকা না দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে স্বাস্থ্যকর্মীদের ভিতর।