শেষ আপডেট: 20th September 2023 15:38
দ্য ওয়াল ব্যুরো: বিহারের কিষাণগঞ্জ হয়ে শিলিগুড়ির হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। উত্তর দিনাজপুরের (North Dinajpur) পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহির মৃত্যু হল শিলিগুড়ির নার্সিংহোমে (panchayat pradhan shot death)। ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
আহত প্রধান মহম্মদ রাহিকে উদ্ধার করে বিহারের কিষাণগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পেটে, বুকে এবং গলায় গুলি লাগে। গভীর ক্ষত এবং অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।
বুধবার দুপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া বাজারের পথ ধরে বাইকে করে যাচ্ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি। তখনই পিছন থেকে একটি কালো চারচাকার গাড়ি এগিয়ে আসে। কালো চারচাকার গাড়িটি একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রধানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
গুলির আওয়াজে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঠিক কী কারণে, কে বা কারা ওই প্রধানকে লক্ষ্য করে গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এভাবে দিন দুপুরে প্রধানকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি কাণ্ডের জেরে এলাকার জনমানসে নেমে এসেছে তীব্র আতঙ্কের পরিবেশ। পরিস্থিতির জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকেই দুষছেন বাসিন্দাদের একাংশ।
আরও পড়ুন: তিলজলার বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ছাত্রীর দেহ! খুন না আত্মহত্যা, ঘনিয়েছে রহস্য