শেষ আপডেট: 18th April 2023 13:23
দ্য ওয়াল ব্যুরো: যে তাপপ্রবাহ শুরু হয়েছে তা থেকে শিগগির মুক্তির আশা নেই। মঙ্গলবারও হাওয়া অফিস জানিয়েছে যে ২২ তারিখ থেকে দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টি হলেও খুব যে স্বস্তি মিলবে তা নয়। এহেন পরিস্থিতিতে মে মাসে পঞ্চায়েত ভোট (Panchyet Polls) না হওয়ার সম্ভাবনাই বেশি।
মে মাসে যে পঞ্চায়েত ভোট নাও হতে পারে তা দ্য ওয়াল-এ আগেই লেখা হয়েছিল। মঙ্গলবার তার আরও একটা ইঙ্গিত পাওয়া গেল। সূত্রের খবর, এই তীব্র গরম না কমলে ভোটে যেতে চাইছে না নবান্ন। পাশাপাশি, এখনও পুলিশ সুপার, জেলা শাসক এবং পঞ্চায়েত অফিসারের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠকও করেনি কমিশন (Election Commission)।
সাধারণত প্রথা হল, পঞ্চায়েত ভোটের আগে জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলা পঞ্চায়েত অফিসারের সঙ্গে দু’দফায় বৈঠক করেন নির্বাচন কমিশনার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের প্রস্তুতি নিয়ে একবার প্রাথমিক বৈঠক করা হয়। তার পর স্পর্শকাতর এলাকাগুলি নিয়ে আর এক প্রস্ত আলোচনা হয়।
এবার পঞ্চায়েত ভোটের জন্য এখনও প্রাথমিক আলোচনাই হয়নি। এপ্রিল মাসের মধ্যে এই বৈঠকগুলো সেরে না ফেললে নির্বাচন কমিশনার ভোট ঘোষণা করবেন না। সূত্রের মতে, এহেন পরিস্থিতিতে সম্ভবত মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের পর পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। তখন নোটিফিকেশন হলে ভোট গ্রহণ হবে জুন মাসের শেষ দিকে বা জুলাই মাসের গোড়ায়।
রাজনৈতিক সূত্রের মতে, শুধু গরমের কারণে পঞ্চায়েত ভোট পিছোচ্ছে তা মনে করার কারণ নেই। পঞ্চায়েত ভোট বরাবরই শাসক দলের সুবিধামতো সময়ে হয়। ফলে হতে পারে পঞ্চায়েত ভোট করানোর জন্য সরকার তথা শাসক দল আরও সময় নিতে চাইছে।
গ্রামের এই ভোটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ এপ্রিল প্রশাসনিক রিভিউ মিটিং ডেকেছেন। অর্থাৎ ভোট ঘোষণার আগে জেলাওয়াড়ি শেষ মুহূর্তে কোনও কাজ বাকি থাকতে তাগাদা দেওয়া হবে জেলা প্রশাসনকে। তার পর আরও অন্তত মাস খানেক জেলাগুলিকে সময় দিয়ে ভোট ঘোষণা করা হবে।
‘বাংলার গর্ব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়’, হোর্ডিং পড়ল কলকাতায়