শেষ আপডেট: 27th July 2023 08:17
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সংরক্ষণের গেরো! শাসকদল গ্রাম পঞ্চায়েতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধান হতে চলেছেন বিজেপির (BJP) জয়ী প্রার্থী! রামনগর-২ ব্লকের কাদুয়া অঞ্চলে।
চারটি আসন পেয়েছে বিজেপি। প্রধানের পদটি এসসি সংরক্ষিত। আর একমাত্র এসসি প্রার্থী হিসেবে জিতেছেন বিজেপির রথীকান্ত দাস। ফলে এখনও পর্যন্ত যা খবর, তিনিই প্রধান পদে বসতে চলেছেন (BJP holds main post due to reservation)। তবে রথীকান্তবাবুর দাবি, তাঁরাই এবার বোর্ড দখল করবেন, কারণ তৃণমূলের লোকজনরা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। তিনি বলেন, “আমরা চারটি আসনে জিতেছি। দরকার আর চারটি। তৃণমূলের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাই এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলেই থাকবে।”
কাদুয়ার মালঞ্চ ১৩ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন রথীকান্তবাবু। নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী সৌমেন বরকে ১৭টি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই আসনে তৃণমূল তিন নম্বরে চলে গিয়েছে। তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বীণাপাণি দাস। যদিও কাদুয়া অঞ্চলের বিদায়ী প্রধান অমিয়রঞ্জন মাইতি জানান, এই পঞ্চায়েতে কাজকর্ম করার ক্ষেত্রে দল কোনও ব্যাপার নয়। বিগত পঞ্চায়েত সেভাবেই পরিচালিত হয়েছে।
তবে একই সঙ্গে তিনি এই পরিস্থিতির জন্য দলীয় নেতৃত্বকেও দায়ী করেছেন। তিনি বলেন, “এই ব্যাপারটা আমাদের দলের আগেই ভাবা উচিত ছিল। অন্য একটা আসনে যদি তফশিলি কাউকে জিতিয়ে আনা হত, তবে এই পরিস্থিতি আজকে আর তৈরি হত না।”
আরও পড়ুন: নন্দীগ্রামে গ্রেফতার ভিলেজ পুলিশ, স্বামীকে ফাঁসানো হয়েছে বলে স্ত্রীর অভিযোগ