শেষ আপডেট: 11th July 2023 08:49
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটের আগে থেকেই হিংসা ও অশান্তির (Panchayat election chaos) ঘটনা লেগেই ছিল কোচবিহারে (Cooch Behar)। শনিবার ভোটের দিন কোচবিহার জেলায় যেভাবেই বুথের মধ্যেই খুন হয়েছেন স্থানীয় যুবক তা হাড়হিম করার মতই ঘটনা।
Yesterday, 133 individuals who feared for their lives due to violence in the panchayat election in West Bengal sought refuge in Dhubri District of Assam. We have provided them with shelter in a relief camp, as well as food and medical assistance.
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 11, 2023
হিমন্ত জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের জন্য প্রাণের ভয়ে গতকাল ১৩৩ জন অসমের ধুবরি জেলায় আশ্রয় নিয়েছেন। আমরা তাঁদের ত্রাণশিবিরে রাখার ব্যবস্থা করেছি। খাবার ওষুধ ইত্যাদি দেওয়া হয়েছে।”
অসম পুলিশ জানিয়েছে, ধুবরির পুলিশ সুপার জানিয়েছেন, ঝাপুসাবারির রণপাগলি এমভি স্কুলে ১৩৩ জনকে রাখা হয়েছে। তাঁদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছে পুলিশ।
We consider the people of West Bengal as our valued and respected neighbors. During the previous assembly election in West Bengal, we extended the same assistance. Please be assured that you can rely on us for any humanitarian aid during times of crisis. https://t.co/UaSPaV0lza
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 11, 2023
কোচবিহারের স্থানীয় তৃণমূল নেতাদের পাল্টা বক্তব্য, এটা সাজানো ঘটনা। বিজেপি বাংলাকে বদনাম করার জন্য নানা রকম পরিকল্পনা করে চলেছে। এটা তার মধ্যেই একটা।
কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেন, “এই জেলায় কে সন্ত্রাসের কারবারি সবাই জানে। তৃণমূলে যখন ছিল তখনও সেই ছিল সন্ত্রাসের কারিগর। ভোটের আগে কারবাইন হাতে ঘোরার ছবি সবাই দেখেছে। এখন সেই সন্ত্রাসের মাত্রা ছাড়িয়েছে”।
Outrageous!
— All India Trinamool Congress (@AITCofficial) July 10, 2023
Ajoy Roy, a @BJP4Bengal leader, shamelessly enters the strong room at Dinhata High School with the assistance of central forces.
Their relentless pursuit of power knows no bounds. It's crystal clear that their plea to deploy central forces was a calculated move to… pic.twitter.com/9NqZ4qkIcO
কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভাবে অশান্তির ঘটনা লেগেই রয়েছে। মঙ্গলবার ভোট গণনা শুরুর আগে সোমবার রাতেও সেখানে উত্তেজনা ছড়ায়। তৃণমূল অভিযোগ করে স্ট্রং রুমের মধ্যে ঢুকে পড়েছিলেন স্থানীয় বিজেপি নেতা অজয় রায়। পরে পুলিশ তাঁকে বের করে দেয়।
রামকৃষ্ণের 'যত মত তত পথ'-এর অপব্যাখ্যা ইসকনের সাধু অমোঘ লীলার, বিতর্কের ঝড়