শেষ আপডেট: 9th June 2023 04:52
সিপিএম-কংগ্রেসের জোট কীভাবে হবে পঞ্চায়েতে? ফর্মুলা বলে দিয়েছেন সেলিম-অধীররা
শোভন চক্রবর্তী
সদ্য সাগরদিঘিতে উপনির্বাচনে জিতেছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তিন মাস কাটতে না কাটতে বাইরন তৃণমূলে যোগ দিলেও ‘সাগরদিঘি মডেল’ নিয়ে চর্চা থেমে থাকেনি রাজ্য রাজনীতিতে। এ হেন পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat election 2023) জোট কীভাবে হবে (CPM Congress Alliance), বা আদৌ হবে কিনা তা নিয়ে কৌতূহল ছিলই। সিপিএম ও কংগ্রেস সূত্রে খবর, সেই জোটের বিষয়ে কী ফর্মুলা হবে তা জেলাগুলিকে বলে দিয়েছে দু’দলের শীর্ষ নেতারাই।
কী সেই ফর্মুলা?
রাজ্যস্তর থেকে কোনও জোট বা আসন সমঝোতার ঘোষণা হবে না। ৬১ হাজারের বেশি গ্রাম পঞ্চায়েত আসন, ১০ হাজারের কাছাকাছি পঞ্চায়েত সমিতির আসনে পরিপূর্ণ জোট করা সম্ভব নয়। তাই দু’দলই দু’দলের জেলা সংগঠনগুলিকে বলে দিয়েছে, নিজের নিজের এলাকার পরিস্থিতি অনুযায়ী বোঝাপড়া করে লড়তে হবে।
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘আমরা বলেছি স্থানীয় স্তরে আসন সমঝোতা করতে হবে। রাজ্য এটা বলে দিতে পারে না। কিন্তু দেখতে হবে, তৃণমূলকে হারাতে গিয়ে বিজেপি যেন সুবিধা না পায়।’
প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, ‘আমরা রাজ্য থেকে কিছু চাপিয়ে দিইনি। যা বোঝাপড়া হওয়ার তা স্থানীয় স্তরেই হবে।’ তবে সিপিএম ও কংগ্রেসের রাজ্য নেতারা আশাবাদী, জেলা পরিষদের অধিকাংশ আসনে বোঝাপড়া করা সম্ভব হবে।
ঘটনা হল, বাংলায় যখন ভরা বাম জমানা, তখনও দেখা যেত শরিকি কোন্দল চরমে। পঞ্চায়েত ভোটে বহু জায়গাতেই ফ্রন্টের ঐক্য থাকত না। বাসন্তী, কুলতলি, জয়নগরে সিপিএমের মূল প্রতিদ্বন্দ্বী থাকত আরএসপি। আবার পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় সিপিএমকে লড়তে হত সিপিআইয়ের বিরুদ্ধে।
তবে কৌতূহল হল, আইএসএফের কী হবে। কংগ্রেস এ ব্যাপারে উৎসাহ না দেখালেও সিপিএম আইএসএফের সঙ্গে সমঝোতা করেই পঞ্চায়েতে প্রার্থী ঠিক করতে চাইছে। অন্তত যেসব অঞ্চলে আইএসএফের কিছুটা শক্তি আছে সেখানে তাদের আসন ছাড়ার ব্যাপারে উদারতা দেখাতে রাজি আলিমুদ্দিন স্ট্রিট। যদিও শনি ও রবিবার এ ব্যাপারে নওসাদদের সঙ্গে আলোচনা হতে পারে সিপিএমের।
মুর্শিদাবাদে কংগ্রেসকর্মী খুন, বাড়ির সামনে গুলি করে হত্যা, অভিযোগের তির তৃণমূলের দিকে