শেষ আপডেট: 18th November 2021 07:59
দ্য ওয়াল ব্যুরোঃ শিশুরা জন্ম নিলেই খবর পেয়ে যান পামেরা। বৃহন্নলাদের মতো তাঁরাও নবজাতকের মঙ্গলকামনায় ঢাক-ঢোল নিয়ে হাজির হন বাড়িতে বাড়িতে। তবে মালদহের (Malda) বাঙালগ্রামে পামেরার হাতেই এক শিশু মৃত্যুর অভিযোগ উঠল। শিশুর পরিবার দাবি মতো টাকা দিতে না পারায় শিশুকেই নাকি কেড়ে নিয়েছিল সেই পামেরা। তারপর ২০ দিনের শিশুকে আড়াই ঘণ্টা আটকে রেখে পামেরা এমন ঢাক-ঢোল পেটাল যে শিশুটি মারা যায়। স্থানীয়দের দাবি, মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়ায় খিদেয় ছটফট করছিল শিশুটি। সেইসঙ্গে ঢাক-ঢোলের আওয়াজের ধকল সহ্য করতে পারেনি সে, এমনটাই অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বাঙালগ্রামের বাসিন্দা মাম্পি মাঝি গত ২৯ অক্টোবর মালদা মেডিক্যাল কলেজে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। পরে সন্তানদের নিয়ে বাড়িতে চলে যান তিনি। বুধবার ওই মহিলার বাড়িতে যান স্থানীয় এক পামেরা। ডায়মন্ড হারবারের পিকনিকে ফাটল গ্যাস সিলিন্ডার! ঝলসে গেলেন পাঁচজন অভিযোগ, সন্তানদের শুভকামনার অছিলায় আড়াই-তিন ঘণ্টা একটি শিশুটিকে নিজের কাছে আটকে রাখে ওই পামেরা। সঙ্গে বাজতে থাকে ঢাক-ঢোল। এরপর পামেরা শিশুটির পরিবারের কাছ থেকে ১২০০ টাকা দাবি করলে পরিবার তা দিতে অস্বীকার করে। তাই শিশুটিকেও ছাড়তে চায়নি সে। সেইসময় ফোনে এক আশাকর্মীও শিশুটিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বলেন বলে জানা যায়। কিন্তু ওই পামেরা সেই আশাকর্মীকেও হুমকি দেয় বলে অভিযোগ। এরপরেই একসময় মৃত্যু হয় ওই শিশুর। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে ছুটে যায় মানিকতলা থানার পুলিশ। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পামেরাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে শিশুর মৃত্যুতে এখনও থমথমে বাঙালগ্রাম। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'