শেষ আপডেট: 25th May 2018 11:46
দ্য ওয়াল ব্যুরো: দুই দল দুষ্কৃতীর গুলির লড়াইয়ের মাঝে পরে গুলিবিদ্ধ হয় একাদশ শ্রেণীর পড়ুয়া আব্দুল করিম খান। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার শেরশাহি এলাকায়। গুলিবিদ্ধ ওই ছাত্র বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতী তাণ্ডবে থমথমে শেরশাহি গ্রাম। এলাকায় এসেছে কালিয়াচক থানার পুলিশ। সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ হঠাৎ করে এলাকার একটি বাগানে দুই দল দুষ্কৃতীর মধ্যে শুরু হয় গুলির লড়াই। সেই সময় ওই বাগান দিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোঁড়া গুলি আব্দুল করিমের পায়ে এসে লাগে। তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে গিয়ে করিমকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তারপর চিকিৎসকের পরামর্শ মতো করিমকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। গুলির লড়াইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শেরশাহি এলাকায়। তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।