শেষ আপডেট: 6th November 2024 19:49
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: এবার মালিকের বাড়িতে লাগাতার ধর্ষণের শিকার হল নাবালিকা পরিচারিকা। এই ঘটনায় অভিযুক্ত মালিককে গ্রেফতার করেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ফিজিয়োলজিস্ট। ধৃতের নাম বজরং আগরওয়াল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা অনাথ। কাকার বাড়িতে বেড়ে উঠছিল। সচ্ছল নয় কাকার সংসার। আচমকাই মালবাজারে বজরং আগরওয়াল সঙ্গে পরিচয় হয় নাবালিকার পরিবারের। বজরং তখন সবসময়ের জন্য পরিচারিকা খুঁজছিলেন। ২০২১ সালে ১২ বছরের ওই নাবালিকাকে শিলিগুড়িতে বজরংয়ের বাড়িতে পরিচারিকার কাজ করতে পাঠান তাঁর কাকা। পরিবর্তে নাবালিকার থাকা খাওয়া ও বেতন দেওয়ার কথা হয়েছিল।
নাবালিকার অভিযোগ, এক বছরের মধ্যে তার উপর অত্যাচার শুরু করেন বজরং। সংসারের দিকে তাকিয়ে মালিকের সমস্ত অত্যাচার সহ্য করতে থাকে ওই নাবালিকা। কয়েকমাস আগে নাবালিকার উপর যৌন নির্যাতন চালাতে শুরু করেন বজরং। এরপরেই কাজ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয় নাবালিকা। গত ২০ অক্টোবর সেখানে থেকে পালিয়ে পিসি মিত্তাল বাস টার্মিনাসে পৌঁছয় ওই নাবালিকা। সেখানে থাকে মালবাজারে তার কাকার বাড়িতে পৌঁছয়।
পরিবারের লোকজনকে অভিযুক্ত মালিকের সমস্ত অত্যাচারের কথা জানায়। এরপরেই নাবালিকার কাকা গত ২৪ তারিখ ভক্তিনগর থানায় ওই ফিজিয়োলজিস্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এদিকে বাড়িতে নাবালিকার পরিচারিকা নিখোঁজ হতেই অভিযুক্তও গা ঢাকা দেন। এত দিন ধরে তাঁর খোঁজ এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে সোমবার রাতে গোপন ডেরাতে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছিল। অভিযুক্ত এতদিন গা ঢাকা দিয়েছিল। তাকে গ্রেফতার করা হয়েছে।
নাবালিকার কাকা দাবি, "বাপ-মা মরা মেয়েকে ভালো জন্য কাজ করতে পাঠিয়েছিলাম। কিন্তু ওর উপর যে এমন অত্যাচার হবে ভাবতে পারিনি।"